কৃষ্ণনগর, 5 ডিসেম্বর : নদিয়ার জেলা পরিষদ ভবনের ভিতরে তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ আর বাইরে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) । নদিয়ার কৃষ্ণনগর জেলা পরিষদে দলীয় কর্মীসভা চলাকালীন বিক্ষোভ দেখায় নদিয়ার তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা । সূত্রের খবর, বৃহস্পতিবার নদিয়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে পৌরসভার বুথ ভিত্তিক দলীয় কর্মীসভা ছিল । সেখানেই প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ।
জেলা পরিষদ ভবনে চন্দ্রিমা, বাইরে বিক্ষোভ TMCP-র - Chandrima Bhattacharya
কৃষ্ণনগর জেলা পরিষদ ভবনে চন্দ্রিমা ভট্টাচার্য ঢোকার পরেই গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা । তাদের অভিযোগ, কৃষ্ণনগর শহরের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সুমিত ঘোষকে কিছু না জানিয়ে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে । কী কারণে তাঁকে সরিয়ে দেওয়া হল তা নিয়ে প্রশ্ন তোলে তারা ।
বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের
কৃষ্ণনগর জেলা পরিষদে ঢোকার পরেই গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা । তাদের অভিযোগ, কৃষ্ণনগর শহরের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সুমিত ঘোষকে কিছু না জানিয়ে গতকাল সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে । কী কারণে তাঁকে সরিয়ে দেওয়া হল, সেই প্রশ্ন তোলে তারা । যদিও এই ঘটনায় কিছু বলতে চাননি চন্দ্রিমা ভট্টাচার্য ।
Last Updated : Dec 5, 2019, 10:58 PM IST