নদিয়া, 20 ডিসেম্বর : আবারও তৃণমূলের গোষ্ঠীকোন্দল ৷ জুয়া এবং নেশার দ্রব্য বিক্রি করার প্রতিবাদ জানালে দলেরই অপর গোষ্ঠীর হাতে আক্রান্ত হলেন তৃণমূলের যুব নেতা সহ একাধিক কর্মী-সমর্থক ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে (TMC inner Clash in Nadia) । থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷
অভিযোগ, কৃষ্ণনগর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের জোড়া মসজিদ এলাকায় দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসে । শুধু তাই নয়, সেখানে বেআইনিভাবে মদ বিক্রি হয় । এর পাশাপাশি আফরিন ড্রাগসের মতো নেশার দ্রব্যও বিক্রি হয় বলে জানা গিয়েছে । অভিযোগ, গতকাল ওই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ছোটন সিংহরায়-সহ একাধিক তৃণমূল কর্মী ওই এলাকা দিয়ে আসছিলেন ৷ সেইসময় তাঁরা জুয়ার প্রতিবাদ জানান ৷ তাতেই তাঁদের বেধড়ক মারধর করা হয় ৷ লোহার রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় একাধিক তৃণমূল কর্মীর । এরপরই তাঁদের উদ্ধার করে কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয় ৷