পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC inner Clash in Nadia : জুয়ার ঠেকের প্রতিবাদ, কৃষ্ণনগরে অপর গোষ্ঠীর হাতে আক্রান্ত তৃণমূল যুব নেতা - TMC leader attacked by a group of party men in Krishnanagar

কৃষ্ণনগরে ফের তৃণমূলের গোষ্ঠীকোন্দল (TMC inner Clash in Krishnanagar) ৷ এলাকায় জুয়ার ঠেক ও নেশার দ্রব্য বিক্রির প্রতিবাদ করায় দলেরই অপর গোষ্ঠীর হাতে আক্রান্ত হলেন তৃণমূল যুব নেতা ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগরে ৷

TMC inner clash in Krishnanagar
কৃষ্ণনগরে অপর গোষ্ঠীর হাতে আক্রান্ত তৃণমূল যুব সভাপতি

By

Published : Dec 20, 2021, 1:52 PM IST

Updated : Dec 20, 2021, 3:13 PM IST

নদিয়া, 20 ডিসেম্বর : আবারও তৃণমূলের গোষ্ঠীকোন্দল ৷ জুয়া এবং নেশার দ্রব্য বিক্রি করার প্রতিবাদ জানালে দলেরই অপর গোষ্ঠীর হাতে আক্রান্ত হলেন তৃণমূলের যুব নেতা সহ একাধিক কর্মী-সমর্থক ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে (TMC inner Clash in Nadia) । থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

অভিযোগ, কৃষ্ণনগর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের জোড়া মসজিদ এলাকায় দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসে । শুধু তাই নয়, সেখানে বেআইনিভাবে মদ বিক্রি হয় । এর পাশাপাশি আফরিন ড্রাগসের মতো নেশার দ্রব্যও বিক্রি হয় বলে জানা গিয়েছে । অভিযোগ, গতকাল ওই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ছোটন সিংহরায়-সহ একাধিক তৃণমূল কর্মী ওই এলাকা দিয়ে আসছিলেন ৷ সেইসময় তাঁরা জুয়ার প্রতিবাদ জানান ৷ তাতেই তাঁদের বেধড়ক মারধর করা হয় ৷ লোহার রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় একাধিক তৃণমূল কর্মীর । এরপরই তাঁদের উদ্ধার করে কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয় ৷

আক্রান্ত যুব সভাপতি ছোটন সিংহরায় বলেন, "দীর্ঘদিন ধরেই ওই এলাকায় নেশা এবং জুয়ার ঠেক চালিয়ে যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হচ্ছে । এই বেআইনি কাজের সঙ্গে জড়িত সদ্য বিজেপি থেকে আসা কিছু তৃণমূল কর্মী-সমর্থক । মূলত তার প্রতিবাদ করতেই আমাদের উপর এই আক্রমণ ।"

জুয়ার ঠেকের প্রতিবাদ করায় কৃষ্ণনগরে দলেরই একদল কর্মীর হাতে আক্রান্ত তৃণমূল যুব সভাপতি

ইতিমধ্যেই আক্রান্তরা কৃষ্ণনগর কোতয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন । সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ । যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ আটক কিংবা গ্রেফতার হয়নি ।

আরও পড়ুন : Political Murder : বাঁকুড়ায় খুন তৃণমূল কর্মী, ফের প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল

Last Updated : Dec 20, 2021, 3:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details