পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাঁসখালিতে তৃণমূল কর্মীকে গুলি , অভিযুক্ত BJP - Nadia

হাঁসখালিতে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি ৷ অভিযোগ BJP-র বিরুদ্ধে ৷

ছবি

By

Published : Oct 15, 2019, 10:33 AM IST

হাঁসখালি , 15 অক্টোবর : তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের ৷ ঘটনাটি হাঁসখালি থানার জয়পুর গ্রামের ৷ গুলিবিদ্ধ যুবকের নাম দিবাকর সরকার (20) ৷

এলাকার তৃণমূল কর্মী গৌতম মুখার্জি বলেন , লক্ষ্মীপুজো উপলক্ষ্যে জয়পুর গ্রামে মেলা চলছে ৷ দিবাকর সেখানে গেছিল ৷ অভিযোগ , সেখানে BJP আশ্রিত সুবীর সরকার ও কয়েকজন দুষ্কৃতী তাঁকে একটি বাড়িতে ডেকে নিয়ে যায় । এরপরই দিবাকরাকে লক্ষ্য করে দু'রাউন্ড গুলি চালায় সুবীর । একটি গুলি দিবাকরের বাঁ হাত লেগে বেরিয়ে গেলেও অন্যটি তাঁর বুকে লাগে । গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি ।

দিবাকরের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থানে গেলে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায় । গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে শক্তিনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে । খবর পেয়ে ঘটনাস্থানে যায় হাঁসখালি থানার পুলিশ।

তবে BJP সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ৷ BJP-র নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি মানবেন্দ্র রায় বলেন , "BJP কোনও দুষ্কৃতীকে আশ্রয় দেয় না ৷ এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷"

ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ । যদিও এখনও কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি । গতকাল রাতে হাঁসখালির গুলির ঘটনায় আবারও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে । কারণ, গত 7 দিনে নদিয়া জেলায় তিনটি খুনের ঘটনা ঘটেছে ।

ABOUT THE AUTHOR

...view details