পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC worker murdered in Chapra : চায়ের দোকানে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন

রাতে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন ৷ চা খাচ্ছিলেন তৃণমূল কর্মী জাহানাব শেখ ৷ আচমকা পেছন দিক থেকে কয়েকজন দুষ্কৃতী এসে তাঁকে খুন করে পালিয়ে যায় (TMC worker murdered in Chapra of Nadia) ৷

TMC worker Jhahnab Shaikh
মৃত জাহানাব শেখ

By

Published : Dec 21, 2021, 8:12 AM IST

চাপড়া (নদিয়া), 21 ডিসেম্বর : পাড়ায় চায়ের দোকানে ধারালো অস্ত্রের কোপে খুন তৃণমূল কর্মী। মৃত ওই ব্যক্তির নাম জাহানাব শেখ । রাজনৈতিক কারণেই খুন বলে দাবি পরিবারের (TMC worker murdered in Chapra of Nadia) ।

জানা গিয়েছে, সোমবার রাতে বাড়ি থেকে পাশের গ্রাম লক্ষ্মীগাছা বাসস্ট্যান্ডের কাছে একটি চায়ের দোকানে গিয়েছিলেন জাহানাব শেখ ৷ সেখানে বসে চা খাওয়ার সময় হঠাৎ একদল দুষ্কৃতী পিছন দিক থেকে তাঁকে আক্রমণ করে ৷ তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে তাঁকে । ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূল কর্মীর ৷ অভিযোগ, খুনের পর দুষ্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় । তাদের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন : Canning Shootout: ক্যানিংয়ে যুব তৃণমূল নেতা খুনে আটক 9, গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ পরিবারের

মৃত জাহানাব শেখের বাড়ি চাপড়া থানার বৃত্তিহুদা গ্রামে । খবর পেয়ে চাপড়া থানার পুলিশ মৃত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় । পরিবারে দাবি, 10 দিন আগে জাহানাব শেখ তাঁকে খুনের আশঙ্কার কথা জানিয়েছিলেন চাপড়া থানার পুলিশকে । এরকম কোনও কিছুর আভাস পেলে পুলিশকে সঙ্গে সঙ্গে তা জানানোর কথা বলেছিল চাপড়া থানা ৷

চায়ের দোকানে চা খাওয়ার সময় দুষ্কৃতীদের হাতে প্রাণ হারালেন তৃণমূল কর্মী জাহানাব শেখ

গতকাল প্রকাশ্যে চায়ের দোকানে নৃশংস ভাবে খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় । বাজার এলাকার ভিতরে এ ভাবে একজনকে খুন করায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে । এই ঘটনায় কারা যুক্ত রয়েছে এবং কেনই তাঁকে এভাবে খুন করা হল, তা নিয়ে তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details