নদিয়া, 20 মে: বাইক চালানো নিয়ে বচসা, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। বুকে লক্ষ্য করে পরপর দু'রাউন্ড গুলি করা হয়েছে তাঁকে । আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি তৃণমূল নেতা । গুলিবিদ্ধ ওই তৃণমূল কর্মীর নাম আশরাদুল শেখ । ঘটনাটি নদিয়ার কালিগঞ্জ থানার পালিতবেগিয়া এলাকার । ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ৷
জানা গিয়েছে, শনিবার বিকালে পালিতবেগিয়া এলাকায় দলিলপুর এলাকার কয়েকজন যুবক তীব্র গতিতে বাইক চালিয়ে যাচ্ছিলেন । তীব্র গতিতে বাইক চালানোর কারণে প্রতিবাদ করেন কয়েকজন এলাকাবাসী । তার মধ্যে ছিলেন আশরাদুল শেখও ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনার প্রতিবাদ করার কারণে দু'পক্ষের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি । এরপর হাতাহাতি শুরু হয়ে যায় ৷ কিছুক্ষণ বাদে দলিলপুর এলাকার যুবকেরা ফিরে যান ৷ কিন্তু কিছুক্ষণ পরেই আবার আগ্নেয়াস্ত্র নিয়ে দলিতপুরের অভিযুক্ত যুবকরা পালিতবেগিয়া এলাকায় ফিরে আসেন ৷
ফের দু'পক্ষের মধ্যে শুরু হয়ে যায় বচসা ৷ জানা গিয়েছে দু'দলের যুবকরাই তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ৷ এরপরেই কথা কাটাকাটির মধ্যেই আচমকা অভিযুক্ত এক যুবক আশরাদুল শেখকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র বের করে পরপর 2 রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। আশরাদুল শেখের বুকে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন আশরাদুল। এরপর এলাকাবাসীদের চিৎকার চেঁচামেচি শুরু হলে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যাযন অভিযুক্ত যুবকরা।