কল্যাণী, 7 ডিসেম্বর: রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কালো কাপড় দেখিয়ে গো ব্যাক স্লোগান দিল তৃণমূল কংগ্রেস । বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণীতে ৷ বৃষ্টিবিঘ্নিত এই দিনে নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে আসেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস । রাজ্যপালের কনভয় বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশের মুহূর্তেই তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা দেখে কালো পতাকা দেখাতে শুরু করেন ৷ এরপর স্লোগান দেন ‘গো ব্যাক, গো ব্যাক’ ।
এ দিন বিশ্ববিদ্যালয় পরিচালনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে হয় রাজ্যপালকে ৷ তিনি জানান, বিশ্ববিদ্যালয় পরিচালনা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে তাঁর কোনোরকম বিরোধ নেই । যারা এই বিরোধের সৃষ্টি করতে চাইছে ৷ তাদের কড়া হাতে মোকাবিলা করা হবে ।
অন্যদিকে রাজ্যপাল জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে তাঁর আলোচনা চলছে । এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথাও হয়েছে । রাজ্যপাল আরও জানান, তিনি বিশ্ববিদ্যালয়গুলিতে তিনি কেবলমাত্র অন্তর্বর্তী উপাচার্য নির্বাচন করেছিলেন । একই সঙ্গে তিনি জানান যে, বিশ্ববিদ্যালয় চত্বরে যারা গোলমাল পাকাতে চাইছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার ।