পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফুলিয়ায় কাটমানির টাকা ফেরত চেয়ে ধরনা - cutmoney

জমির পাট্টা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে প্রায় আড়াই লাখ টাকা কাটমানি নেযার অভিযোগ উঠল ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েতের প্রধান উৎপল বসাকের বিরুদ্ধে । যদিও অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান

chamari shaw

By

Published : Jun 21, 2019, 3:21 PM IST

ফুলিয়া, 21 জুন : কাটমানির টাকা ফেরত চেয়ে BDO অফিসের সামনে অবস্থানে বসেছেন ফুলিয়ার চামারি সাউ । অভিযোগ, জমির পাট্টা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে প্রায় আড়াই লাখ টাকা নিয়েছেন ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েতের প্রধান উৎপল বসাক । যদিও অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান ।

পোস্টার নিয়ে BDO অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন চামারি । পরে তৃণমূলের ব্লকস্তরের নেতারা তাঁর সঙ্গে আলোচনায় বসেন ।

যদিও উৎপল বসাক তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন । তিনি বলেন," আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে । তৃণমূলেরই একাংশ চক্রান্তে জড়িত । আমি টাকা নিয়েছি তার উপযুক্ত প্রমাণ দেখানো হোক । আমি কোনও টাকা নিইনি । উপযুক্ত প্রমাণ দেখাতে না পারলে মানহানি মামলা করব। "

ABOUT THE AUTHOR

...view details