তেহট্ট, 22 এপ্রিল: "দলের কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি । আমি নিজের দলেরই ষড়যন্ত্রের শিকার, শনিবার সকালে সাংবাদিকদের একথাই বললেন তৃণমূল বিধায়ক তাপস সাহা ৷ শুক্রবার থেকে 15 ঘণ্টা ধরে সিবিআই তল্লাশি চালায় এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করে ৷ তল্লাশি শেষে সাংবাদিকদের সামনে তিনি এই মন্তব্য করার সময় চোখের জল আটকাতে পারলেন না তেহট্টের বিধায়ক ৷ এদিন সকাল 6.10 মিনিটে সিবিআই কয়েকটি নথিপত্র এবং তাপস সাহার দু'টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে নিয়ে চলে যায় ৷
সিবিআই বাড়ি ছাড়ার পর সাংবাদিকদের তাপস সাহা বলেন, "টিনা সাহা অ্যান্ড আদার্স এবং পুরো বিজেপির চক্রান্তের শিকার আমি ৷ যাঁরা আমার বিরুদ্ধে এই চক্রান্ত করেছেন, তাঁদের বিরুদ্ধে আমার লড়াই জারি থাকবে ৷" তৃণমূলের জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ৷ তিনি বলেন এই টিনা ভৌমিক সাহা দলেরই কিছু নেতা কর্মী এবং বিজেপির সঙ্গে এক জোট হয়ে তার বিরুদ্ধে চক্রান্ত করেছে ৷ সিবিআই প্রসঙ্গে তিনি বলেন, তাঁর কাছ থেকে দু'টি মোবাইল নিয়ে গিয়েছে সিবিআই ৷ তবে কলেজে গিয়ে তল্লাশি চালিয়ে কিছু পায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সেই সংক্রান্ত কাগজও তুলে ধরেন তিনি ৷
তাপস সাহার এক আত্মীয়ের মেয়ে শান্তিপুরে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক ৷ সে বিষয়েও তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে তিনি জানান ৷ তাঁর আরেক ভাই মুর্শিদাবাদে শিক্ষকতা করেন এবং তাঁর ছেলে বিদেশে থাকেন ৷ সেইসব নথিও সংগ্রহ করেছে তদন্তকারী সংস্থা ৷ এগুলি নিয়েও জেরা করা হয়েছে তাঁকে ৷ দলের ষড়যন্ত্র প্রসঙ্গে তেহট্টের বিধায়ক বলেন, "আমার দলের জেলা সভাপতি কথা বলেননি ৷ দলের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস কথা বলেননি ৷ তবে আমি মাঠেঘাটে লড়াই করা মানুষ ৷" তবে তাঁর আত্মবিশ্বাস তিনি পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে তাঁদের উৎখাত করতে পারবেন ৷