পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফের অর্জুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের তৃণমূলের - election

ফের অভিযোগ দায়ের করা হল সদ্য BJP-তে যোগ দেওয়া তৃণমূল বিধায়ক অর্জুন সিংয়ের বিরুদ্ধে। এবার কুরুচিকর মন্তব্য ও গালিগালাজের জন্য এই অভিযোগ।

অর্জুন সিং

By

Published : Mar 16, 2019, 8:42 PM IST

শান্তিপুর, ১৬ মার্চ : ফের অভিযোগ দায়ের করা হল সদ্য BJP-তে যোগ দেওয়া তৃণমূল বিধায়ক অর্জুন সিংয়ের বিরুদ্ধে। এবার কুরুচিকর মন্তব্য ও গালিগালাজের জন্য এই অভিযোগ।

আজ অর্জুন সিংয়ের বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল কংগ্রেসের SC, ST ও OBC সেলের রাজ্য সহ সভাপতি সৈকত দাস। এর আগে গতকালও ভাটপাড়ার বিধায়কের বিরুদ্ধে FIR দায়ের করেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক সম্রাট তপাদার।

বৃহস্পতিবার দিল্লিতে গিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে অর্জুন বলেছিলেন, "মা মাটি মানুষ এখন মানি মানি মানি ছাড়া আর কিছুই নয়।" এবিষয়ে সম্রাট তপাদার বলেন, "অর্জুন সিং একথা বলে রাজ্য সরকার ও সাধারণ মানুষকে অপমানিত করেছেন। তাই তাঁর বিরুদ্ধে টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেছি।"

তৃণমূল নেতা সৈকত দাস বলেন, "অর্জুন সিং তৃণমূল কংগ্রেসের বিধায়ক। পাশাপাশি ভাটপাড়ার চেয়ারম্যানও। উনি টাকার জন্য BJP-তে যোগদান করেছেন। শুধু তাই নয়, পদত্যাগ না করেই তিনি BJP-তে যোগ দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নোংরা কথা বলেছেন তিনি। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি।"

তবে এই অভিযোগের পালটা জবাব দিয়েছেন অর্জুন। তিনি বলেন, "এটা তো জানাই আছে। পশ্চিমবঙ্গ সরকার এখন পুলিশ ও FIR-র উপর চলছে। এই জন্য এদের ব্যাপারে কোনও গুরুত্ব দিতে চাইছি না। বলতে কোনও বাধা নেই। যেটা বলেছি, আমার কথার উপর অনড় থাকছি। FIR হয়েছে, জবাব পাবে। এই ধরনের আক্রমণ তো আমাদের উপর সবসময় হচ্ছে। এখানে দলের মধ্যেও কোণঠাসা করে রাখা হত। দল যখন ছেড়ে এসেছি, তখন নড়েচড়ে গেছে। মানুষ তো নেই সঙ্গে, এখন FIR আছে সঙ্গে। আমি প্রতিবাদী মানুষ। CPI(M) জমানাতেও প্রতিবাদ করেছিলাম। এই জামানাতেও করছিলাম। তাই জন্যই এই আক্রমণ। দলকে (BJP) জানিয়েছি। দলগতভাবে এই ব্যবস্থা নেওয়া হবে।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details