কল্যাণদহ (নদিয়া), 8 জুলাই:আবারও হিংসার বলি এক ৷ এ বার পিটিয়ে খুন করা হল এক তৃণমূল কর্মীকে ৷ আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও 15 জন । ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার কল্যাণদহ এলাকায় । মৃত তৃণমূল কর্মীর নাম হামজাদ আলি হালসানা ৷ তাঁর বয়স আনুমানিক 30 বছর ।
ভোট প্রক্রিয়া শুরু হওয়ার আগে থেকেই গোটা রাজ্য থেকে আসছে হিংসার খবর । তার ব্যতিক্রম হয়নি নদিয়াতেও । বিরোধীদের প্রথম অভিযোগ ছিল, একাধিক বুথে শুধুমাত্র সিভিক ভলান্টিয়ার দিয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া চালানো হচ্ছে । অন্যদিকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোথাও মারধর, কোথাও আবার বোমাবাজির অভিযোগ উঠে আসে ।
কিছুক্ষণ আগে নদিয়ার চাপড়া থানার কল্যাণদহ এলাকায় ভোটগ্রহণ নিয়ে উত্তেজনা বাড়ে । সেখানেই অভিযোগ ওঠে সিপিএম এবং কংগ্রেসের কয়েকজন দুষ্কৃতী জোটবদ্ধ হয়ে তৃণমূল কর্মীদের বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধর করে ৷ মারের চোটে এক তৃণমূল কর্মীর ঘটনাস্থলেই মৃত্যু হয় ৷ বাকিদের আহত অবস্থায় চাপড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে ।