পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সিভিক ভলেন্টিয়ারের চাকরির নামে লক্ষাধিক টাকা আত্মসাৎ ! অভিযুক্ত তৃণমূল নেতা - TMC Leader allegedly siphon money in name of job

Job Fraud: সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেওয়ার নাম করে দফায় দফায় টাকা আত্মসাতের অভিযোগ ৷ কাঠগড়ায় ফুলিয়ার তৃণমূল নেতা । টাকা চাইতে গেলে হুমকিরও অভিযোগ উঠেছে ৷ শান্তিপুর থানার দ্বারস্থ অভিযোগকারী ৷

Job Fraud
চাকরির নামে লক্ষাধিক টাকা আত্মসাৎ

By ETV Bharat Bangla Team

Published : Dec 2, 2023, 10:06 PM IST

সিভিক ভলেন্টিয়ারের চাকরির নামে লক্ষাধিক টাকা আত্মসাৎ !

শান্তিপুর, 2 ডিসেম্বর: সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া হাসপাতাল পাড়া এলাকায় । অভিযুক্তের নাম সুপ্রভাত সরকার ৷ তিনি দফায় দফায় এই টাকা নিয়েছেন বলে অভিযোগ ৷ পাশাপাশি চাকরি না হওয়ায় তৃণমূল নেতার কাছে টাকা ফেরত চাইতে গেলে হুমকির অভিযোগ করেছে পরিবারটি । যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ফুলিয়া টাউনশিপ অঞ্চলের তৃণমূলের আহ্বায়ক সুপ্রভাত সরকার ।

জানা গিয়েছে, হাসপাতাল পাড়া এলাকার বাসিন্দা মালা শর্মা ৷ তাঁর দাবি, গত ছয় মাস আগে ছেলেকে সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেওয়ার নাম করে মহিলার কাছে থেকে টাকা নেন ওই তৃণমূল নেতা । প্রথমে 50 হাজার টাকা নেন তিনি ৷ এরপর দ্বিতীয় দফায় আরও 50 হাজার টাকা দেওয়া হয় তাঁকে ।

মালা শর্মা বলেন, "তিন মাসের মধ্যে চাকরি দেওয়ার শর্ত থাকলেও ছয় মাস পেরিয়ে গেল চাকরি দিতে পারেনি ওই তৃণমূল নেতা । ছয় মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পর টাকা চাইতে গেলে বিভিন্ন কথা বলে বার বার বাড়ি পাঠিয়ে দেয় আমাকে । শুধু তাই নয়, অবশেষে টাকা চাইলে হুমকি দেওয়া হয় । কোন উপায় না পেয়ে অবশেষে শান্তিপুর থানার দারস্ত হই আমরা । শান্তিপুর থানায় ওই তৃণমূল নেতার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছি ।"

মালা শর্মার তোলা অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন তৃণমূল নেতা সুপ্রভাত সরকার । তাঁর দাবি, ওই মহিলা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ তুলছেন তাঁর বিরুদ্ধে । তিনি বলেন, "এটা বিরোধী রাজনৈতিক দলের চক্রান্ত হয়ে থাকতে পারে । আমি কারও কাছ থেকে আজ পর্যন্ত কোনও টাকা পয়সা নিইনি । টাকা নিয়েছি প্রমাণ হলে প্রশাসন আমায় শাস্তি দিক ৷"

এ বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি ৷ নদিয়া দক্ষিণ জেলা সাংগঠনিক সম্পাদক সোমনাথ কর বলেন, "তৃণমূলের সব ছোট বড় নেতারই একই চরিত্র । সবাই দুর্নীতির সঙ্গে যুক্ত । আসলে পুলিশের চোখের সামনেই এরা দুর্নীতি করেই চলেছে । এরা জানে রাজ্য পুলিশ কোন তৃণমূল নেতাকে কিছু করতে পারবে না । আমরা চাই যে নেতা টাকা আত্মসাৎ করেছে তাঁর কঠোরতম শাস্তি হোক ।"

আরও পড়ুন:

  1. ফিরহাদের সই নকল করে চাকরির প্রতারণা ! গ্রেফতার ভারতীয় জাদুঘরের কর্মী
  2. বন্ধন ব্যাংকে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণা, গ্রেফতার চক্রের মূল পান্ডা
  3. ভুয়ো পুলিশ অফিসার পরিচয়ে সিভিক ভলান্টিয়ারকে মারধর, গ্রেফতার অভিযুক্ত

ABOUT THE AUTHOR

...view details