বাড়িতে সালিশি সভা ডেকে মহিলাদের মারধর শান্তিপুর, 28 নভেম্বর: বাড়িতে সালিশি সভা ডেকে মহিলাদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্য এবং তার সিভিক ভলান্টিয়ার দাদার বিরুদ্ধে। তৃণমূল পঞ্চায়েতের বাড়িতে ঢুকেই আচমকা আক্রমণ চালিয়েছে অভিযুক্তরা পালটা দাবি পঞ্চায়েত সদস্যর। নদিয়ার শান্তিপুর থানা এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে উত্তেজনা ৷
জানা গিয়েছে, ওই এলাকারই এক যুগল বাড়ি ছেড়ে পালিয়ে গিয়ে বিয়ে করেন। যুবতীর বাড়ির তরফ থেকে নিজেদের মেয়েকে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। সেই দাবি নিয়ে সোমবার ওই এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য বিজয় শিকদারের বাড়িতে একটি সালিশি সভা বসানো হয়। অভিযোগ ওঠে, সেখানে নিজেদের মেয়েকে বাড়ি ফিরিয়ে দেওয়ার দাবি তুললেই আচমকা তাঁদের মারধর করা হয়। মারধরের হাত থেকে রেহাই পায়নি মহিলারাও।
অভিযোগ ওঠে তৃণমূল পঞ্চায়েত সদস্য বিজয় শিকদার এবং তাঁর দাদা পেশায় সিভিক ভলান্টিয়ারও মহিলাদের মারধর করে ৷ মারের আঘাতে ওই যুবতীর বাড়ি থেকে আসা ষাটোর্ধ্ব এক বৃদ্ধা (ঠাকুমা) গুরুতর আহত হন। তিনি বর্তমানে রানাঘাট মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে, গোটা ঘটনার কথা অস্বীকার করেছে ওই তৃণমূলের পঞ্চায়েত সদস্য বিজয় শিকদার। তিনি বলেন, "সালিশি সভায় বসার নাম করে তারাই আচমকা দলবল নিয়ে আমার বাড়িতে চড়াও হয়। আচমকা হুড়মুড়িয়ে তারা বাড়িতে ঢুকে পড়েন। বাড়িতে থাকা সকল সদস্যদের মারধর করে অভিযুক্তরা।"
তিনি আরও বলেন, "আমার বোনকেও মারধর করে। ঘটনায় জখম হয়ে তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করাতে হয়।" ঘটনার পরিপ্রেক্ষিতে দু'পক্ষই শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার না-হলেও ঘটনার সত্যতা জানতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
আরও পড়ুন:
- আদিবাসী গৃহবধূকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ শিলিগুড়িতে
- 13 বছর পর গ্রামে ফিরলেন নিহতদের পরিজনরা
- সালিশি সভার নিদানে ন’মাস ধরে সামাজিক বয়কটের শিকার পরিবার