পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Factionalism: দলবিরোধী কাজের অভিযোগে পোস্টার পড়ল মন্ত্রীর নামে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ? - Nadia News

দলবিরোধী কাজ করার অভিযোগ এনে উজ্জ্বল বিশ্বাসের (Ujjal Biswas) নামে পোস্টার পড়ল নদিয়ার কৃষ্ণনগরে ৷ পঞ্চায়েত ভোটের আগে এই ঘটনায় শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের (TMC Factionalism) দিকে আঙুল উঠেছে ৷

Ujjal Biswas ETV Bharat
উজ্জ্বল বিশ্বাস

By

Published : Dec 30, 2022, 7:41 PM IST

Updated : Dec 30, 2022, 7:53 PM IST

মন্ত্রীর নামে পোস্টার

কৃষ্ণনগর, 30 ডিসেম্বর: দলবিরোধী কাজ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস (Ujjal Biswas)! তাঁর বিরুদ্ধে এই অভিযোগ এনে তাঁরই এলাকাতে একাধিক পোস্টার পড়ল । পঞ্চায়েত ভোটের আগে এই ঘটনায় চরম বিড়ম্বনায় রাজ্যের শাসকদল ।

শুক্রবার নদিয়ার কৃষ্ণনগরের বেশ কয়েকটি জায়গায় রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের নামে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে একাধিক পোস্টার লক্ষ্য করা যায় । তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের (TMC Factionalism) জেরেই এই পোস্টার দেওয়া হয়েছে বলে দাবি করেন বিজেপি নেতৃত্ব । পোস্টারে লেখা রয়েছে, বিগত নির্বাচনগুলিতে শাসকদলকে কোণঠাসা করতে বিরোধীদের মদত দিয়েছেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস । নিজের দলকে জেতানোর চেষ্টা না করে, বিরোধীদের জেতানোর চেষ্টা করেছেন তিনি ।

এই পোস্টারকে ঘিরে ইতিমধ্যে কৃষ্ণনগর শহরজুড়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে ৷ পোস্টারে শুধু মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের নাম লেখা নেই, একাধিক অভিযোগ নিয়ে লেখা আছে কৃষ্ণনগর পৌরসভার ভাইস চেয়ারম্যান নরেশচন্দ্র দাসের নামও । যদিও তিনি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ।

পৌরসভার ভাইস চেয়ারম্যান বলেন, এই ধরনের পোস্টারকে গুরুত্ব দেওয়া উচিত নয়, অনেকেই হয়তো উন্নয়নকে সহ্য করতে পারছে না ৷ তাই তারা চক্রান্ত করে এই পোস্টার দিয়েছে । এখানে তৃণমূলের কোনও রকম গোষ্ঠী দ্বন্দ্ব নেই ।

আরও পড়ুন:গোষ্ঠীদ্বন্দ্বের জের, তৃণমূলের জয়হিন্দ বাহিনীর ওয়ার্ড সভাপতিকে মারধরের অভিযোগ

কৃষ্ণনগর তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাশিস রায় জানিয়েছেন, "উজ্জ্বল বিশ্বাস একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ৷ মুখ্যমন্ত্রী তাঁকে মন্ত্রিত্ব পদে রেখেছেন । তিনি তাঁর কাজ ভালোভাবেই সামলান । কৃষ্ণনগরে আজ পর্যন্ত কোনওদিন তাঁর নামে এই ধরনের কলঙ্ক লাগেনি ৷ আমরা বিশ্বাস করি না উজ্জ্বল বিশ্বাস এই ধরনের কাজ করতে পারেন । এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলকে কোণঠাসা করার জন্য ফাঁদ পেতেছে বিজেপি । তবে পঞ্চায়েত নির্বাচনে মানুষ তার রায় দেবে এবং একক প্রচেষ্টায় পঞ্চায়েতে আমরা আবার ক্ষমতায় আসব ।"

Last Updated : Dec 30, 2022, 7:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details