করিমপুর, 28 নভেম্বর : করিমপুরে ব্যাপক ভরাডুবি রাজ্য BJP-র ৷ প্রায় 24 হাজারেরও বেশি ভোটে জয়ী হলেন ওই আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিমলেন্দু সিংহ রায় ৷ বিধানসভা উপনির্বাচনে সবথেকে চর্চিত ছিল করিমপুরের ঘিয়াঘাটের 32 ও 33 নং বুথ ৷ BJP প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে মারধরের অভিযোগ উঠেছিল এই এলাকায় ৷ সেই 32 নম্বর বুথে জয়প্রকাশ পেয়েছেন মাত্র 2 টি ভোট ৷ 33 নম্বর বুথে দল পেয়েছে 38 টি ভোট ৷
মাস কয়েক আগে লোকসভা নির্বাচনে রাজ্যে পায়ের তলার জমি অনেকটাই হারিয়েছিল তৃণমূল ৷ 2021 -এর বিধানসভা নির্বাচনের আগে তাই এই উপনির্বাচন ছিল শাসক শিবিরের কাছে কার্যত অ্যাসিড টেস্ট ৷ করিমপুর সহ বাকি দুই কেন্দ্রের ফলাফল থেকে কিন্তু অনেকটাই ভরসা পেল রাজ্যের শাসক দল ৷ আজ ফলাফল ঘোষণার শেষে করিমপুরের তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায় বলেন, " এই জয় সাধারণ মানুষের জয় ৷" পাশাপাশি নির্বাচনী সাফল্যের জন্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ মহুয়া মৈত্রের অবদানের কথাও বলেন তিনি ৷ NRC যে এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, সেকথাও বলেন করিমপুরের তৃণমূল প্রার্থী ৷