পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ব্যানার লাগানোকে কেন্দ্র করে তৃণমূল-BJP তরজা - Tarkeshwar BJP

তৃণমূলের দাবি, তাদের একটি বিজয়া সম্মিলনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল রবিবার ৷ সেই উপলক্ষ্যেই এলাকায় ব্যানার লাগায় তারা ৷ অভিযোগ, সেই অনুষ্ঠান বানচাল করতেই এমন ব্যানার লাগানো হয়েছে ৷ যদিও BJP এর পালটা দাবি, এই আস্তারা পাড়াকে মোদি পাড়া হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে ৷

Tarkeshwar
তারকেশ্বর

By

Published : Nov 2, 2020, 4:56 PM IST

তারকেশ্বর, 2 নভেম্বর : ব্যানার লাগানোকে কেন্দ্র করে তৃণমূল-BJP তরজা তুঙ্গে ৷ গ্রামের মধ্যে লাগানো হয়েছে প্রধানমন্ত্রীর ফ্লেক্স ও BJP-র ব্যানার ৷ সেই ব্যানারে লেখা রয়েছে মোদি পাড়া ৷ এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷ হুগলির তারকেশ্বরের আস্তারা দত্তপুরের ঘটনা ৷

তৃণমূলের দাবি, তাদের একটি বিজয়া সম্মিলনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল রবিবার ৷ সেই উপলক্ষ্যেই এলাকায় ব্যানার লাগায় তারা ৷ অভিযোগ, সেই অনুষ্ঠান বানচাল করতেই এমন ব্যানার লাগানো হয়েছে BJP-র তরফে ৷ যদিও BJP এর পালটা দাবি, এই আস্তারা পাড়াকে মোদি পাড়া হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে ৷ সেই কারণেই এমন ব্যানার টাঙানো হয়েছে ৷

ব্যানার লাগানোকে কেন্দ্র করে তৃণমূল-BJP তরজা

আস্তারা দত্তপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান আনন্দ মোহন এবিষয়ে বলেন, "এই গ্রাম বিশিষ্ট চিকিৎসক শংকর বেরা, বিশিষ্ট ফুটবলার শ্যাম মান্নার গ্রাম ৷ তাঁদের নামে গ্রামের নাম হলে বেশ ভালো লাগবে ৷ কোনও দল যদি তাঁদের প্রচার চালাতে এমন কাজ করে তাহলে মানুষ তা বুঝবে ৷ মানুষ তার বিচার করবে ৷ " অপরদিকে, BJP-র আরামবাগ সাংগঠনিক জেলার সহ সভাপতি গণেশ চক্রবর্তী বলেন, "আস্তারা গ্রামকে BJP-র পক্ষ থেকে মোদি পাড়া হিসেবে নাম দেওয়া হয়েছে ৷ কয়েকদিনের মধ্যেই বিজয়া সম্মিলনী অনুষ্ঠান হবে এখানে ৷ সেকারণেই ফ্লেক্স লাগানো হয়েছে ৷ তৃণমূলের এখন অস্তিত্ব নেই ৷ তাই তারা এমন অভিযোগ তুলছে ৷ "

ABOUT THE AUTHOR

...view details