কল্যাণী, 20 জুন : তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত নদিয়ার কল্যাণী । তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙার অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে । পাশাপাশি BJP কর্মীদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । এই অভিযোগে কল্যাণী থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান BJP কর্মীরা । এবং পুলিশি নিষ্ক্রিয়তারও অভিযোগ তোলেন ।
তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত কল্যাণী, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন - Kalyani
নদিয়ার কল্যাণীতে তৃণমূল-BJP সংঘর্ষ । ভাঙচুর কার্যালয়।
কল্যাণীর জেলা BJP-র সভাপতি সুকদেব মাইতির অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা গতকাল রাত 9টার সময় দু'ই BJP কর্মীকে মারতে মারতে ITI মোড় থেকে তাঁদের দলীয় কার্যালয়ের দিকে নিয়ে যায় । বিষয়টি নিয়ে কল্যাণী থানায় অভিযোগ জানায় BJP । তিনি আরও বলেন, "ITI মোড়ে তৃণমূলের কার্যালয়ে দলীয় কর্মীরা ভাঙচুর করে BJP-কে দোষারোপ করতে শুরু করে । এই সময় আমাদের কিছু কর্মীকে সামনে পেয়ে তৃণমূলের দুষ্কৃতীরা মারধর করে । আমরা এইরকম ঘটনার পুনরাবৃত্তি হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে যাব ।"
অন্যদিকে BJP-র তোলা অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের পালটা অভিযোগ, BJP-র কর্মীরা আমাদের পার্টি অফিস দখল করতে এসেছিল । তৃণমূল কর্মী অরূপ মুখোপাধ্যায় বলেন, "গতকাল সন্ধ্যায় BJP-র কর্মীরা আমাদের পার্টি অফিস দখল করতে এসেছিল । কিন্তু তৃণমূল কর্মীরা বাধা দেওয়ায় দখল করতে পারেনি । বেশ কিছুদিন ধরেই BJP কর্মীরা কল্যাণীর পার্টি অফিস ভাঙচুর চালাচ্ছে । বাইক পুড়িয়ে দিচ্ছে । মানুষ এখন ভাবছে কাকে ভোট দিয়েছিলাম ।'' পাশাপাশি পুলিশের সদর্থক ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ।