তেহট্ট, ২৫ ফেব্রুয়ারি : তৃণমূল ও CPI(M)-এর মহিলা সমর্থকদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার তেহট্ট। আজ নাটনা গ্রামপঞ্চায়েতের অধীনে জননী বহুমুখী সমিতি লিমিটেডের ক্লাস্টার কমিটির গঠনের জন্য নির্বাচন ছিল। সেসময় তেহট্টের তৃণমূল ও CPI(M) মহিলা সমর্থকদের মধ্যে ঝামেলা শুরু হয়। এই ঘটনায় দুই পক্ষেরই বেশ কয়েকজন মহিলা সদস্য আহত হন। আহতদের চিকিৎসার জন্য তেহট্ট মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনায় CPI(M)-এর যোগমায়া সাহা এবং তৃণমূলের শিউলি বিশ্বাসের আঘাত গুরুতর।
দীর্ঘ সময় ধরে CPI(M)-এর অধীনে ছিল ক্লাস্টার কমিটির। ক্লাস্টার কমিটির দখল কে নেবে? এই নিয়ে আজ সকালে তৃণমূল ও CPI(M)-এর মহিলা সমর্থকদের মধ্যে বচসা শুরু হয়। অবশেষে বচসা ক্রমেই মারপিটে রূপ নেয়। CPI(M)-এর অভিযোগ, ক্লাস্টার কমিটির দখল নিতেই তাদের সদস্যদের উপর হামলা চালিয়েছে তৃণমূল।