নাকাশিপাড়া, 27 মে : রাস্তায় গোরু বাঁধাকে কেন্দ্র করে বচসার জেরে তৃণমূল কর্মীকে এয়ার গান দিয়ে গুলি করার অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার বেথুয়াডহরি তেঘরি দক্ষিণপাড়া এলাকায় ।
বৃহস্পতিবার সকালে রাস্তায় গোরু বাঁধাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি এই দুই দলের মধ্যে বচসার জেরে শুরু হয় হাতাহাতি ৷ এরপর লাঠি নিয়ে মারধর করার পাশাপাশি এয়ার গান দিয়ে গুলিও চালানো হয় বলে অভিযোগ স্থানীয়দের ৷ মারধরের ঘটনায় মহিলা সহ বেশ কয়েকজন আহত হয় ।
গোরু বাঁধাকে কেন্দ্র করে বচসা দু'দলের, নদিয়ায় চলল গুলি আরও পড়ুন :রাজ্যে 15 জুন পর্যন্ত বাড়ল করোনা সংক্রান্ত বিধিনিষেধ
আহতদের প্রথমে বেথুয়াডহরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । গুলিবিদ্ধ অবস্থায় আতাবউদ্দিন মল্লিক নামে এক যুবককে সেখান থেকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । বর্তমানে তিনি শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন । আতাবউদ্দিনের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিজেপি কর্মী-সমর্থকরাই তাঁকে গুলি করেছে । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ ।
এই ঘটনার জেরে বিজেপি নেতা মহাদেব সরকার বলেন, ‘‘এটা ব্যক্তিগত কারণে ঘটে থাকতে পারে ৷ এর সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকদের কোনও যোগ নেই ৷’’