নবদ্বীপ, 30 মে : তৃণমূল-বিজেপি সংঘর্ষ ব্যাপক উত্তেজনার সৃষ্টি হল নদিয়ার নবদ্বীপ থানার অন্তর্গত মহিশুরা গ্রাম পঞ্চায়েতের কালিনগর এলাকায় । দুই রাজনৈতিক দলের বিরোধে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তৃণমূল, বিজেপি কর্মীরা ৷ এমনকি বাদ যাননি মহিলারাও ৷
জানা গিয়েছে, রাজেশ চৌধুরী নামের এক তৃণমূল সমর্থক ছাড়া চারজন বিজেপি সমর্থক নবদ্বীপ রাজ্য সাধারণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । আহতদের মধ্যে তিনজন মহিলা বিজেপি সমর্থক ।
আরও পড়ুন : মোদি-মমতাকে একজোটে কাজ করতে দিচ্ছে না রাজ্য বিজেপি, বললেন অপরূপা
স্থানীয় বিজেপি সমর্থকদের অভিযোগ, এলাকার বেশ কয়েকজন তৃণমূল সমর্থক তাদের বাড়িতে চড়াও হয়ে ব্যাপক মারধর করে, গালিগালাজ করে ৷ একুশের বিধানসভা নির্বাচনে ওই বিধানসভা কেন্দ্রে বিজেপি হেরে যাওয়ার কারণেই তাদের উপর পরিকল্পিতভাবে হামলা করেছে এলাকার তৃণমূল সমর্থকরা ।
তৃণমূল-বিজেপির সংঘর্ষ কালিয়ানগরে যদিও এই অভিযোগ সম্পূর্ণ নস্যাৎ করে তৃণমূল সমর্থকরা জানিয়েছে, লোহার রড দিয়ে ওই এলাকার একনিষ্ঠ তৃণমূল কর্মী রাজেশ চৌধুরীর মাথায় আঘাত করে বিজেপির কর্মীরা । বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার বিশাল পুলিশবাহিনী । পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলেও চাপা উত্তেজনা রয়েছে কালিনগর এলাকাজুড়ে । ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শ্যামল মণ্ডল নামে এক বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ । যে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট । তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ ।