পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নাবালকদের মুখে "জয়শ্রীরাম", শ্রাদ্ধানুষ্ঠানে হামলা তৃণমূলের - politics

নদিয়ায় শ্রাদ্ধাঅনুষ্ঠানে 'জয়শ্রীরাম' বলায় হামলা । অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ।

শ্রাদ্ধানুষ্ঠানে হামলা তৃণমূলের

By

Published : Jul 13, 2019, 10:46 PM IST

Updated : Jul 14, 2019, 5:16 PM IST

নদিয়া, 13 জুলাই : 'জয়শ্রীরাম' বলায় শ্রাদ্ধানুষ্ঠানে হামলা । অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনাটি নদিয়ার নাকাশিপাড়া থানার কাঁচকুলি গ্রামের । ঘটনায় নাকাশিপাড়া থানায় 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ।

গতকাল কাঁচকুলি গ্রামের বাসিন্দা সন্ধ্যা আচার্যের শ্রাদ্ধানুষ্ঠান চলছিল । সেইসময় কয়েকজন নাবালক 'জয়শ্রীরাম' বলে ওঠে । অভিযোগ, এরপর সন্ধ্যার সময় প্রায় 15-20 জন দুষ্কৃতী বাড়িতে ঢুকে হামলা চালায় । ভাঙচুর করে একাধিক জিনিসপত্র । পরিবারের সদস্যদের মারধর করে । পাশাপাশি মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় ।

মৃতের নাতি সুজিত আচার্য বলে, "আমার ঠাকুমার শ্রাদ্ধের অনুষ্ঠান চলছিল । সেখানে কয়েকজন বাচ্চা 'জয়শ্রীরাম' বলে । এরপর হঠাৎ করে তৃণমূলের কিছু দুষ্কৃতী বাড়িতে এসে হামলা চালায় । আমার ঠাকুমার ছবি লাথি মেরে ফেলে দেয় । বাড়ি ভাঙচুর করে । বাড়ির লোকজনকে ধরে মারধর করে । আমাকে ত্রিশূল দিয়ে পেটে আঘাত করে প্রাণে মেরে ফেলার চেষ্টা করছিল ।"

BJP উত্তরের সভাপতি মহাদেব সরকার বলেন, "গতকাল শ্রাদ্ধানুষ্ঠানে 'জয়শ্রীরাম' বলাতে তৃণমূলের দুষ্কৃতীরা বাড়িতে হামলা চালায় । বাড়ি ভাঙচুর করে । সন্ধ্যাদেবীর ছেলে বাসুদেববাবু, তাঁর স্ত্রী ও ভাইপোকে মারধর করে । শ্রাদ্ধের সমস্ত জিনিসপত্র নষ্ট করে দেয় । পাশাপাশি শ্রাদ্ধের জন্য সঞ্চিত 1 লাখ টাকা লুট করেছে । আমি এই ঘটনার কথা জেলা উচ্চ পদস্থ আধিকারিকদের জানাব । দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি । গ্রেপ্তার করা না হলে আগামীদিনে জেলাজুড়ে আন্দোলন করব ।"

দেখুন ভিডিয়ো

নাকাশিপাড়ার তৃণমূল বিধায়ক কল্লোল খাঁ বলেন, "এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগাযোগ নেই । ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক রং চাপিয়ে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ চাপাচ্ছে । আমি দায়িত্ব নিয়ে বলতে চাই তৃণমূল কংগ্রেসের কোনও কর্মী এই ঘটনার সঙ্গে জড়িত নয় । পুরোপুরি উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক রং লাগানো হচ্ছে ।"

Last Updated : Jul 14, 2019, 5:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details