নদিয়া, 7 জুলাই:বাম সরকার ক্ষমতায় থাকাকালীন নির্বাচনের আগে বিরোধীদের কাছে পৌঁছে যেত সাদা থান ৷ বিরোধী প্রার্থীদের ভয় দেখাতেই তৎকালীন ক্ষমতাশীন শাসক শিবির এই পন্থা অবলম্বন করত বলে মনে করে রাজনৈতিক মহলের একটা বড় অংশ ৷ একসময় এই অভিযোগ জানাত তৃণমূল থেকে শুরু করে কংগ্রেস ৷ এবার সেই একই অভিযোগে বিদ্ধ শাসকদল তৃণমূল ৷
বিজেপির মণ্ডল সভাপতি তথা পঞ্চায়েত সমিতির (28 নম্বর) প্রার্থী চঞ্চল চক্রবর্তীর বাড়ির সামনে পড়ে রয়েছে সাদা থান, কর্পুর, গীতা, মিষ্টি এবং ধূপকাঠি ৷ অভিযোগ, পরিবারকে আতঙ্কিত করতেই শাসকদল এই ঘটনা ঘটিয়েছে । নির্বাচনের আগের দিন এই ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া এলাকায় । তবে কি বিরোধী আসনে থাকা রাজনৈতিকদল বর্তমানে শাসকের আসনে থেকে ইতিহাসের পুনরাবৃত্তি ! ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়া নিয়ে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে ৷ প্রতিটি ক্ষেত্রেই প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব করার অভিযোগ তুলেছে বিরোধী শিবির ।
বিজেপি প্রার্থী চঞ্চল চক্রবর্তী বলেন, "শাসক দল বোঝাতে চাইছে আমি খুন হয়ে যেতে পারি । এর আগেও আমাকে একাধিকবার বিভিন্ন হুমকি দেওয়া হয়েছে । কিন্তু আমি ছাত্রজীবন থেকে রাজনীতি করি ৷ এইসব হুমকিতে ভয় পাই না । তবে এই ঘটনায় স্বাভাবিকভাবে পরিবার কিছুটা হলেও আতঙ্কিত রয়েছে ।" ঘটনায় শাসক দল জড়িত থাকার অভিযোগ তুলেছেন তিনি । ইতিমধ্যেই সম্পূর্ণ বিষয়টি পুলিশকে জানিয়েছেন বলে দাবি ওই প্রার্থীর ৷ ঘটনার সত্যতা নিয়ে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।