নদিয়া, 25 মে : নদিয়ায় কোরোনায় আক্রান্ত হল আরও তিনজন । এর ফলে সেখানে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 26 ।
রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়েই চলেছে । মৃত্যু হয়েছে অনেকের । এবার নদিয়া জেলায় আরও তিন কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেল ।
নদিয়ার শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের এক যুবতির শরীরে কোরোনা ভাইরাসের খোঁজ মিলেছে । ওই যুবতি মহারাষ্ট্রে শ্রমিকের কাজ করতেন । 17 মে ওই যুবতি ও তাঁর স্বামী ট্রেনে হাওড়া স্টেশনে নামেন ।
এরপর তাঁদের কোয়ারানটিন সেন্টারে রেখে নমুনা সংগ্রহ করা হয় । 21 তারিখ তাঁরা শান্তিপুরে নিজেদের বাড়িতে ফেরেন । এরপরই ওই যুবতি কোরোনা আক্রান্ত বলে জানা যায় । নবদ্বীপ থানার বাবলারা এলাকার আর এক ব্যক্তির শরীরেও কোরোনা ভাইরাসের খোঁজ মিলেছে ।