শান্তিপুর, 22 এপ্রিল : মানুষের কাছে গিয়ে নিজেদের ব্যাঙ্ককর্মী বলে পরিচয় দিয়েছিল তিন যুবক । এইভাবেই একাধিক মানুষের আঙুলের ছাপ সংগ্রহ করে তারা । এরপরই ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে এনে দিচ্ছিল টাকা । কিন্তু, কিছু টাকা কম দেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে । নদিয়ার শান্তিপুর থানার বেলঘড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনাটি ঘটেছে । স্থানীয়রা যুবকদের আটক করে বিক্ষোভ দেখান ।
অ্যাকাউন্ট থেকে তোলা টাকা নেওয়া হচ্ছিল কেটে, অভিযুক্তদের ঘিরে বিক্ষোভ শান্তিপুরে - nadia latest news
বেলঘড়িয়া গ্রামে দুই দিন ধরে তিন যুবক বাড়ি বাড়ি গিয়ে ব্যাঙ্ককর্মীর পরিচয় দিয়ে আঙুলের ছাপ নিয়ে টাকা তুলে এনেছিল । মানুষের হাতে তুলে দিচ্ছিল টাকা । পরবর্তীকালে দেখা যায় মানুষ যে টাকা পেয়েছেন তার থেকে অনেক বেশি পরিমাণ টাকা তুলে নেওয়া হয়েছে ।
বেলঘড়িয়া গ্রামে দুইদিন ধরে তিন যুবক বাড়ি বাড়ি গিয়ে ব্যাঙ্ককর্মীর পরিচয় দিয়ে আঙুলের ছাপ নিয়ে টাকা তুলে এনে দিচ্ছিল । মানুষের হাতে তুলে দিচ্ছিল টাকা । সাধারণ মানুষ ভরসা করেছিলেন । কারণ এই লকডাউনে অনেকের পক্ষেই বাইরে বেরোনো সম্ভব হচ্ছে না । পরবর্তীকালে দেখা যায়, মানুষ যে টাকা পেয়েছেন তার থেকে অনেক বেশি টাকা তুলে নেওয়া হয়েছে । গতকাল ওই যুবকরা আবার গ্রামে এলে তাদেরকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা ।
স্থানীয়দের দাবি, ওই তিন যুবক তাঁদের ঠকিয়ে টাকা হাতিয়ে নিয়েছে । কারও অ্যাকাউন্ট থেকে খোয়া গেছে 500 টাকা, কারও বা 400 টাকা । এই অভিযোগে প্রায় শতাধিক গ্রাহক টাকা ফেরত দেওয়ার দাবিতে তাদের আটকে রাখেন । ঘটনাস্থানে আসে শান্তিপুর থানার পুলিশ । পুলিশ উভয়পক্ষের সঙ্গেই কথা বলে ।গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয় । এদিকে অভিযুক্তদের দাবি, নেটওয়ার্কের সমস্যার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে । তারা ইতিমধ্যেই কিছু গ্রাহকদের টাকা ফেরত দিয়েছে । বাকিদের টাকাও ফিরিয়ে দেওয়া হবে । সম্পূর্ণ ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ ।