শান্তিপুর, 9 জানুয়ারি:লোকসভা নির্বাচনের আগে বড় ধাক্কা গেরুয়া শিবিরে ৷ পঞ্চায়েত সদস্যের হাত ধরে 100 জন বিজেপি কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে । ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর ৷ বাবলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 55 নম্বর বুথের বিজেপি সদস্য তারা বাবুরাই ৷ তিনি শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর হাত থেকে দলীয় পতাকা নিয়ে শতাধিক বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে যোগ দিলেন ঘাসফুলে । রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার কথা দিয়েও তা রাখেনি ৷ তারা বাবুরাইকে প্রাপ্য পদ ও সম্মান দেননি ৷ তাই তারা তৃণমূলে যোগদান করেছেন বলে বিস্ফোরক মন্তব্য করলেন ।
পঞ্চায়েত সদস্য তারা বাবুরাইয়ের দাবি, তাঁকে প্রধান পদের প্রলোভন দেখিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানান বিজেপি সাংসদ । তারপর ভোট প্রক্রিয়া চলাকালীন প্রায় এক মাস তাঁকে জগন্নাথ সরকারের বাড়িতে পরিবার-সহ গৃহবন্দি করে রাখা হয় । কিন্তু বাবলা পঞ্চায়েতের প্রধান হন অন্য আরেকজন বিজেপি সদস্য । তবে পরবর্তীতে জগন্নাথ সরকারকে বারবার জিজ্ঞাসা করলেও কোনরকম কথা বলার প্রয়োজন মনে করেননি তিনি । সাংসদ তারাকে দিনের পর দিন শুধু বলেছেন পরবর্তীতে তিনি প্রধান হবেন । এমনটাই অভিযোগ এই পঞ্চায়েত সদস্যের ৷ এরপরেই ধৈর্যের বাঁধ ভাঙে তারার ৷ তিনি অবশেষে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন ।