পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ব্যালট এর মাধ্যমে বাড়ি গিয়ে শুরু হল ভোটগ্রহণ প্রক্রিয়া

করোনা সংক্রমণের কথা মাথায় রেখে নির্বাচন কমিশনের নির্দেশে বুধবার বাড়ি বাড়ি গিয়ে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হল নদিয়া জেলায় ৷ এই জেলার একাধিক বিধানসভা সহ শান্তিপুর ব্লকের বিভিন্ন জায়গায় কমিশনের প্রতিনিধিরা ভোটগ্রহণ প্রক্রিয়ার কাজ শুরু করলেন ৷

voting-process
ভোটগ্রহণ প্রক্রিয়া

By

Published : Apr 7, 2021, 4:04 PM IST

নদিয়া, 7 এপ্রিল : রাজ্যবাসীর নজর এখন 21শের ভোটে ৷ গতকালই সম্পন্ন হয়েছে তৃতীয় দফার ভোটগ্রহণ ৷ একদিকে ভোট অপরদিকে চোখ রাঙাচ্ছে করোনা ৷ বাড়ছে সংক্রমণ ৷ তাই করোনা সংক্রমণের কথা মাথায় রেখে নির্বাচন কমিশনের নির্দেশে বুধবার বাড়ি বাড়ি গিয়ে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হল নদিয়া জেলায় ৷ এই জেলার একাধিক বিধানসভা সহ শান্তিপুর ব্লকের বিভিন্ন জায়গায় কমিশনের প্রতিনিধিরা ভোটগ্রহণ প্রক্রিয়ার কাজ শুরু করলেন ।

উল্লেখ্য করোনা সংক্রমণের কারণে নির্বাচন কমিশন এই প্রথম নতুন পদক্ষেপ গ্রহণ করেছে । যেখানে বলা হয়েছে সমস্ত ভোটাররা আবেদনের মাধ্যমে বাড়িতে বসেই ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন । এর পাশাপাশি প্রতিবন্ধীরাও এই প্রক্রিয়ার আওতায় পড়ছে । মূলত প্রতিবন্ধী এবং বয়স্কদের জন্য এই পদক্ষেপ করছে নির্বাচন কমিশন ৷ সেই নির্দেশ অনুযায়ী 30 টি টিম শান্তিপুর ব্লকের বিভিন্ন জায়গায় ভোটগ্রহণের কাজে নেমে পড়ল । টিমে রয়েছেন 2 জন মাইক্রো অবজারভার, দুজন অফিসার এবং বিভিন্ন দলের এজেন্টরা ।

আরও পড়ুন : ভোটগ্রহণ কেন্দ্রে করোনা বিধি নিয়ে কঠোর কলকাতা পৌরনিগম

শান্তিপুর ব্লকে মোট ব্যালটের মাধ্যমে ভোটারের সংখ্যা 2294 জন । আগামী 11 তারিখ পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে বলে জানান শান্তিপুর ব্লক উন্নয়ন আধিকারিক প্রণয় মুখোপাধ্যায় । নির্বাচন কমিশনের এই পদক্ষেপে স্বাভাবিকভাবেই খুশি বয়স্ক ভোটাররা ।

ABOUT THE AUTHOR

...view details