পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ব্যালট এর মাধ্যমে বাড়ি গিয়ে শুরু হল ভোটগ্রহণ প্রক্রিয়া - নদীয়া

করোনা সংক্রমণের কথা মাথায় রেখে নির্বাচন কমিশনের নির্দেশে বুধবার বাড়ি বাড়ি গিয়ে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হল নদিয়া জেলায় ৷ এই জেলার একাধিক বিধানসভা সহ শান্তিপুর ব্লকের বিভিন্ন জায়গায় কমিশনের প্রতিনিধিরা ভোটগ্রহণ প্রক্রিয়ার কাজ শুরু করলেন ৷

voting-process
ভোটগ্রহণ প্রক্রিয়া

By

Published : Apr 7, 2021, 4:04 PM IST

নদিয়া, 7 এপ্রিল : রাজ্যবাসীর নজর এখন 21শের ভোটে ৷ গতকালই সম্পন্ন হয়েছে তৃতীয় দফার ভোটগ্রহণ ৷ একদিকে ভোট অপরদিকে চোখ রাঙাচ্ছে করোনা ৷ বাড়ছে সংক্রমণ ৷ তাই করোনা সংক্রমণের কথা মাথায় রেখে নির্বাচন কমিশনের নির্দেশে বুধবার বাড়ি বাড়ি গিয়ে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হল নদিয়া জেলায় ৷ এই জেলার একাধিক বিধানসভা সহ শান্তিপুর ব্লকের বিভিন্ন জায়গায় কমিশনের প্রতিনিধিরা ভোটগ্রহণ প্রক্রিয়ার কাজ শুরু করলেন ।

উল্লেখ্য করোনা সংক্রমণের কারণে নির্বাচন কমিশন এই প্রথম নতুন পদক্ষেপ গ্রহণ করেছে । যেখানে বলা হয়েছে সমস্ত ভোটাররা আবেদনের মাধ্যমে বাড়িতে বসেই ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন । এর পাশাপাশি প্রতিবন্ধীরাও এই প্রক্রিয়ার আওতায় পড়ছে । মূলত প্রতিবন্ধী এবং বয়স্কদের জন্য এই পদক্ষেপ করছে নির্বাচন কমিশন ৷ সেই নির্দেশ অনুযায়ী 30 টি টিম শান্তিপুর ব্লকের বিভিন্ন জায়গায় ভোটগ্রহণের কাজে নেমে পড়ল । টিমে রয়েছেন 2 জন মাইক্রো অবজারভার, দুজন অফিসার এবং বিভিন্ন দলের এজেন্টরা ।

আরও পড়ুন : ভোটগ্রহণ কেন্দ্রে করোনা বিধি নিয়ে কঠোর কলকাতা পৌরনিগম

শান্তিপুর ব্লকে মোট ব্যালটের মাধ্যমে ভোটারের সংখ্যা 2294 জন । আগামী 11 তারিখ পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে বলে জানান শান্তিপুর ব্লক উন্নয়ন আধিকারিক প্রণয় মুখোপাধ্যায় । নির্বাচন কমিশনের এই পদক্ষেপে স্বাভাবিকভাবেই খুশি বয়স্ক ভোটাররা ।

ABOUT THE AUTHOR

...view details