নদিয়া, 28 মার্চ : নদিয়ার যে পাঁচজন কোরোনায় আক্রান্ত হয়েছেন, তাঁরা কেউ এরাজ্যের বাসিন্দা নয় ৷ তাঁদের মধ্যে দু'জন দিল্লি ও তিনজন উত্তরাখণ্ডের বাসিন্দা ৷ আজ সাংবাদিক বৈঠকে একথা জানান জেলার ডেপুটি CMOH 2 অসিত কুমার দেওয়ান ।
বৈঠকে তিনি বলেন, "27 মার্চ তেহট্টর এক বাসিন্দার বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে তাঁরা দিল্লি থেকে 19 তারিখ রাজধানী এক্সপ্রেসে রওনা হন । 20 তারিখ শিয়ালদা স্টেশনে পৌঁছান । সেখান থেকে লালগোলা প্যাসেঞ্জারে করে বেথুয়াডহরী স্টেশনে যান । তারপর অটোয় করে তেহট্টে ওই ব্যক্তির বাড়িতে যান । যেহেতু তারা অন্য রাজ্য থেকে এসেছেন, সেই কারণে 22 তারিখ স্ক্রিনিং টেস্টের জন্য হাসপাতালে অ্যাডমিট হয়েছিলেন । যদিও তাঁদের শরীরে কোনও কোরোনা উপসর্গ না পাওয়া যাওয়ায় 23 তারিখে তাঁদের ছেড়ে দেওয়া হয় ।
তিনি আরও জানান, "24 মার্চ স্বাস্থ্য বিভাগে তাঁরা ফোন করে জানান, একজনের জ্বর এসেছে, ঠান্ডা লেগেছে । স্বাস্থ্য বিভাগের তরফ তাদের আবার 25 তারিখ আইসোলেশন ওয়ার্ডে তাঁকে ভরতি করা হয় ৷ তাঁদের নমুনা সংগ্রহ করে 26 তারিখ রাজ্যের স্বাস্থ্য দপ্তরে পাঠানো হয় । মোট 13জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল ৷ যাদের মধ্যে আট জনের শরীরে কোরোনা ভাইরাস না মিললেও বাকি পাঁচজন কোরোনায় আক্রান্ত বলে জানা যায় ।"
ওই পাঁচজনকে আজ বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানালেন অসিতবাবু ৷ বাকি আট জনকে রাজারহাট কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে ৷ পাশাপাশি দু'দিন তাঁরা তেহট্টের ওই বাসিন্দার বাড়ি থেকেছেন ৷ তাই তাঁদের সংস্পর্শে আসা সকলকে চিহ্নিত করা হচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগের তরফে ৷
এখনও পর্যন্ত নদিয়াতে আইসোলেশন ওয়ার্ডের সংখ্যা সাতটি । আইসোলেশন বেডের সংখ্যা 92টি । কোয়ারেন্টাইন সেন্টারের সংখ্যা ছয়টি এবং বেডের সংখ্যা 406টি । এখনও পর্যন্ত হোম কোয়ারেন্টাইন সেন্টারে ভরতি রয়েছে 20 হাজার 811 জন ।