পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নবদ্বীপের বাবলারি গ্রাম পঞ্চায়েত এলাকাকে কনটেনমেন্ট জ়োন ঘোষণা - nadia

নদিয়ার নবদ্বীপ থানার বাবলারি গ্রাম পঞ্চায়েত এলাকার এক ব্যক্তির শরীরে কোরোনা পজ়িটিভ ধরা পড়ার পর ওই এলাকাকে কনটেনমেন্ট জ়োন হিসাবে চিহ্নিত করল জেলা স্বাস্থ্য বিভাগ ।

ছবি
ছবি

By

Published : May 27, 2020, 5:22 PM IST

নবদ্বীপ, 27 মে : এবার নদিয়ার নবদ্বীপ থানার বাবলারি গ্রাম পঞ্চায়েতকে কনটেনমেন্ট জো়ন হিসাবে ঘোষণা করল জেলা স্বাস্থ্য বিভাগ । সিল করে দেওয়া হল সেখানকার সমস্ত রাস্তা ।


নদিয়ার নবদ্বীপ থানার বাবলারি গ্রাম পঞ্চায়েত এলাকায় এক ব্যক্তির শরীরে কোরোনা পজ়িটিভ ধরা পড়ে । জানা গেছে, ওই ব্যক্তি মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন । কয়েকদিন আগে বাসে করে বাড়ি ফেরেন । এরপর তাঁর নমুনা সংগ্রহ করা হয়। স্বাস্থ্য বিভাগের কাছে তাঁর রিপোর্ট কোরোনা পজ়িটিভ আসে । তাঁকে কল্যাণীর COVID-19 হাসপাতালে ভরতি করা হয়েছে । এর পাশাপাশি যাঁরা এই ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন এবং পরিবারের অন্যান্য সদস্যদের কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছে ।

এরপরই গতকাল জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বাবলারি গ্রাম পঞ্চায়েত এলাকাকে কনটেনমেন্ট জো়ন হিসেবে ঘোষণা করা হয় । মাইকিং করে সবাইকে অনুরোধ করা হয়, যেন বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে না বের হন । এর পাশাপাশি বাইরে থেকে আসা কোনও ব্যক্তি ওই এলাকায় প্রবেশ কারতে চাইলে তাঁর জন্যও নিতে হবে গ্রাম পঞ্চায়েত প্রধানের অনুমতি ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details