নদিয়া, 14 জুলাই: 100 দিনের কাজ, ইন্দিরা আবাস যোজনা সহ একাধিক প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত উপপ্রধানের বাড়িতে বিক্ষোভ ও ভাঙচুর হয় । এই ঘটনায় অভিযোগ উঠেছে BJP-র কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে । নদিয়ার তাহেরপুর থানার বাদকুল্লার বাপুজি নগরের ঘটনা ।
সূত্রের খবর, নদিয়ার বাদকুল্লা-2 পঞ্চায়েতের উপপ্রধান উজ্জ্বল শিকদারের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে গতকাল সন্ধেয় তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখায় BJP । অভিযোগ,গতকাল উপপ্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানোর সময় তাঁর বাড়িতে ভাঙচুর হয় । এক মহিলাসহ শিশুকে মারধরের পাশাপাশি লুটপাট চালানো হয় । জানা গেছে , পুলিশের সামনে এই ঘটনা ঘটলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে ।
আরও পড়ুন : "এমন মারব অন্ধ হয়ে বাড়িতে বসে থাকবে", BJP নেতার স্ত্রীকে হুমকি SDPO-র !