পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাটমানি ইশুতে পঞ্চায়েত উপপ্রধানের বাড়িতে ভাঙচুর, অভিযুক্ত BJP - panchayet Member house

100 দিনের কাজ, ইন্দিরা আবাস যোজনা সহ একাধিক প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত উপপ্রধানের বাড়িতে বিক্ষোভ ও ভাঙচুর হয় । এই ঘটনায় অভিযোগ উঠেছে BJP-র কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে ।

উপপ্রধানের বাড়ির সামনে বিক্ষোভ BJP কর্মী-সমর্থকদের

By

Published : Jul 14, 2019, 2:41 PM IST

নদিয়া, 14 জুলাই: 100 দিনের কাজ, ইন্দিরা আবাস যোজনা সহ একাধিক প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত উপপ্রধানের বাড়িতে বিক্ষোভ ও ভাঙচুর হয় । এই ঘটনায় অভিযোগ উঠেছে BJP-র কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে । নদিয়ার তাহেরপুর থানার বাদকুল্লার বাপুজি নগরের ঘটনা ।

সূত্রের খবর, নদিয়ার বাদকুল্লা-2 পঞ্চায়েতের উপপ্রধান উজ্জ্বল শিকদারের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে গতকাল সন্ধেয় তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখায় BJP । অভিযোগ,গতকাল উপপ্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানোর সময় তাঁর বাড়িতে ভাঙচুর হয় । এক মহিলাসহ শিশুকে মারধরের পাশাপাশি লুটপাট চালানো হয় । জানা গেছে , পুলিশের সামনে এই ঘটনা ঘটলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে ।

আরও পড়ুন : "এমন মারব অন্ধ হয়ে বাড়িতে বসে থাকবে", BJP নেতার স্ত্রীকে হুমকি SDPO-র !

উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রকে ব্যবহার করে 100 দিনের কাজ প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন । সেইসঙ্গে পঞ্চায়েতের মাছের ভেড়ি, সৌরবাতি, ঋণ প্রদান সহ একাধিক প্রকল্প থেকেও কাটমানি নিয়েছেন উজ্জ্বলবাবু । যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন উজ্জ্বলবাবু । তিনি জানান, উদ্দেশ্যপ্রণোদিতভাবে BJP এই হামলা চালিয়েছে । যারা বিক্ষোভ দেখাচ্ছিল তারা প্রত্যেকে বহিরাগত।

আরও পড়ুন : নাবালকদের মুখে "জয়শ্রীরাম", শ্রাদ্ধানুষ্ঠানে হামলা তৃণমূলের

অন্যদিকে, হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে BJP । তাদের দাবি, ঘটনাটি প্রতারিত গ্রামবাসীদের ক্ষোভের বহিঃপ্রকাশ । ঘটনার তদন্ত শুরু করেছে তাহেরপুর থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details