চাকদা, 4 অগস্ট:পথ দুর্ঘটনায় গৃহশিক্ষকের মৃত্যু । উত্তেজিত জনতার পথ অবরোধ, ঘাতক গাড়িতে আগুন । ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ । আজ সকালে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিল নদিয়ার চাকদা (Tension prevails as lorry set ablaze following accident) ।
জানা গিয়েছে, চাকদা থানার পলাগাছা এলাকার বাসিন্দা বিশ্বজিৎ পাল পেশায় গৃহশিক্ষক । প্রতিদিনের মতোই পলাগাছা এলাকার 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে প্রাইভেট পড়ানোর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন । ঠিক তখনই তাঁর বাইকের সঙ্গে একটি দশ চাকার লরির ধাক্কা লাগে । লরিতে বাইকের হ্যান্ডেল আটকে যায় । লুটিয়ে পড়েন গৃহশিক্ষক । দুর্ঘটনাটি পথচারীদের নজরে পড়তে লরিটি আটকান তাঁরা ।
পথ দুর্ঘটনা ঘিরে রণক্ষেত্র চাকদা যদিও তারমধ্যেই ঘটনাস্থলে মৃত্যু হয় বিশ্বজিৎ পালের । পলাতক লরির চালক, খালাসি । এরপরেই উত্তেজিত হয়ে ওঠে এলাকাবাসী । ঘাতক লরিটিতে আগুন ধরিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাকদা থানার পুলিশ এবং দমকলকর্মীরা । এরপরেই বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ঘিরে প্রতিবাদ দেখাতে শুরু করে ।
আরও পড়ুন : পোলবায় দুটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু তিনজনের
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে রাস্তা সম্প্রসারণের নামে খারাপ অবস্থায় পড়ে রয়েছে । পাশাপাশি দ্রুত গতিতে গাড়ি চালানোর ফলেই এই দুর্ঘটনা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করছে । দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয়েছে ।