নদিয়া, 17 মে: ঘরের ভিতর থেকে উদ্ধার কিশোরের ঝুলন্ত দেহ (Teenager Died by Suicide) ৷ সোমবার রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণী থানার সগুনা এলাকায় ৷ মৃতের নাম সৌমেন বিশ্বাস (19) ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
পরিবার সূত্রে খবর, ওই কিশোরের দীর্ঘদিন ধরে এলাকার একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ৷ ঝগড়া-অশান্তি হত মাঝে মধ্য়ে ৷ কিন্তু সোমাবার হঠাৎ ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় সৌমেন ৷ বেশ কিছুক্ষণ পরে ডাকাডাকির পর ওই কিশোর দরজা না খোলায়,পরিবারের লোকজন দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ৷ দরজা খুলেই ঝুলন্ত অবস্থায় দেখতে পায় ওই যুবককে ৷ দ্রুত উদ্ধার করে কল্যাণী জহরলাল মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন ৷