পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Santipur student suicide: টেস্টে টুকলি করায় শাস্তি ওঠবস, অ্যাসিড খেয়ে আত্মঘাতী দশমের ছাত্রী

নদিয়ায় (Santipur student suicide) টেস্টে টুকলি করতে গিয়ে ধরা পড়ে যাওয়ায় দশম শ্রেণির ছাত্রীকে (teacher scolds class 10 student) ওঠবস করান শিক্ষিকা ৷ অপমানে বাড়ি ফিরে অ্যাসিড খেয়ে আত্মঘাতী হল সেই কিশোরী (student commits suicide after teacher scolds)৷

teacher scolds class 10 student when copying in exam, she commits suicide by consuming acid
টেস্টে টুকলি করায় শাস্তি উঠবস, অ্যাসিড খেয়ে আত্মঘাতী দশমের ছাত্রী

By

Published : Dec 19, 2021, 4:59 PM IST

নদিয়া, 19 ডিসেম্বর: টেস্ট পরীক্ষায় নকল করতে গিয়ে শিক্ষিকাদের হাতে ধরা পড়ে গিয়েছিল ৷ সবার সামনে অপমানিত হওয়ায় অ্যাসিড (student commits suicide by consuming acid) খেয়ে আত্মঘাতী হল দশম শ্রেণির ছাত্রী (student commits suicide after teacher scolds)। অভিযুক্ত শিক্ষিকার শাস্তির দাবি জানিয়েছে তার পরিবার ।

নদিয়ার শান্তিপুর (Santipur student suicide) ব্লকের বেলগড়িয়া দু‘ নম্বর গ্রাম পঞ্চায়েতের নরসিংহ নগর এলাকার ঘটনা ৷ সঞ্জিত পালের মেয়ে পাপিয়া পাল শরৎকুমারী উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী । পরিবার সূত্রে জানা গিয়েছে, বিদ্যালয়ে গতকাল টেস্ট পরীক্ষা চলাকালীন, সে নকল করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যায় শিক্ষিকাদের কাছে ।

আরও পড়ুন:Madhyamik Test 2022 : মাধ্যমিকেও টেস্ট বাধ্যতামূলক, ফের পরীক্ষা বাতিলের সংকেত ?

ওই ছাত্রীকে সব ছাত্রীদের মধ্যে কান ধরে ওঠবস (teacher scolds class 10 student when copying in exam) করানো হয় । যা নিয়ে অন্যান্য ছাত্রীরা হাসাহাসি করে । আর তাতেই অপমানিত হয়ে বিদ্যালয় থেকে বাড়িতে ফিরে বাথরুমে গিয়ে সেই ছাত্রী অ্যাসিড খেয়ে নেয় বলে অভিযোগ তার পরিবারের ৷ অ্যাসিডের যন্ত্রণায় ছটফট করতে করতে সে পরিবারকে সমস্ত ঘটনা জানায় । কিশোরীকে তড়িঘড়ি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থার আরও অবনতি হয় ৷ এরপর তাকে স্থানান্তরিত করা হয় কলকাতায় ৷ তবে কলকাতার হাসপাতালে পৌঁছনোর আগেই গাড়ির মধ্যে মৃত্যু হয় তার ।

আরও পড়ুন:Madhyamik and HS: আগামী বছর 7 মার্চ থেকে শুরু মাধ্যমিক, উচ্চমাধ্যমিক 2 এপ্রিল থেকে

এই ঘটনায় শিক্ষিকার শাস্তির দাবি জানিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করবে বলে জানিয়েছে ছাত্রীর পরিবার । ছাত্রীর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায় ৷

ABOUT THE AUTHOR

...view details