নদিয়া, 19 ডিসেম্বর: টেস্ট পরীক্ষায় নকল করতে গিয়ে শিক্ষিকাদের হাতে ধরা পড়ে গিয়েছিল ৷ সবার সামনে অপমানিত হওয়ায় অ্যাসিড (student commits suicide by consuming acid) খেয়ে আত্মঘাতী হল দশম শ্রেণির ছাত্রী (student commits suicide after teacher scolds)। অভিযুক্ত শিক্ষিকার শাস্তির দাবি জানিয়েছে তার পরিবার ।
নদিয়ার শান্তিপুর (Santipur student suicide) ব্লকের বেলগড়িয়া দু‘ নম্বর গ্রাম পঞ্চায়েতের নরসিংহ নগর এলাকার ঘটনা ৷ সঞ্জিত পালের মেয়ে পাপিয়া পাল শরৎকুমারী উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী । পরিবার সূত্রে জানা গিয়েছে, বিদ্যালয়ে গতকাল টেস্ট পরীক্ষা চলাকালীন, সে নকল করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যায় শিক্ষিকাদের কাছে ।
আরও পড়ুন:Madhyamik Test 2022 : মাধ্যমিকেও টেস্ট বাধ্যতামূলক, ফের পরীক্ষা বাতিলের সংকেত ?
ওই ছাত্রীকে সব ছাত্রীদের মধ্যে কান ধরে ওঠবস (teacher scolds class 10 student when copying in exam) করানো হয় । যা নিয়ে অন্যান্য ছাত্রীরা হাসাহাসি করে । আর তাতেই অপমানিত হয়ে বিদ্যালয় থেকে বাড়িতে ফিরে বাথরুমে গিয়ে সেই ছাত্রী অ্যাসিড খেয়ে নেয় বলে অভিযোগ তার পরিবারের ৷ অ্যাসিডের যন্ত্রণায় ছটফট করতে করতে সে পরিবারকে সমস্ত ঘটনা জানায় । কিশোরীকে তড়িঘড়ি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থার আরও অবনতি হয় ৷ এরপর তাকে স্থানান্তরিত করা হয় কলকাতায় ৷ তবে কলকাতার হাসপাতালে পৌঁছনোর আগেই গাড়ির মধ্যে মৃত্যু হয় তার ।
আরও পড়ুন:Madhyamik and HS: আগামী বছর 7 মার্চ থেকে শুরু মাধ্যমিক, উচ্চমাধ্যমিক 2 এপ্রিল থেকে
এই ঘটনায় শিক্ষিকার শাস্তির দাবি জানিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করবে বলে জানিয়েছে ছাত্রীর পরিবার । ছাত্রীর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায় ৷