পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Firecrackers seized: তাহেরপুর বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি আটক , গ্রেফতার 1 - Diwali

ট্রাক বোঝাই করে বিপুল পরিমাণে শব্দবাজি পাচার করা হচ্ছিল ভিন রাজ্যে । গোপন সূত্রে খবর পায় তাহেরপুর থানার পুলিশ । এরপরেই অভিযান চালিয়ে বাদকুল্লা থেকে ওই শব্দবাজি ভর্তি ট্রাকটিকে আটক করে তারা (Firecrackers seized) ।

Taherpur police seized large amount of banned firecrackers
Taherpur police seized large amount of banned firecrackers

By

Published : Sep 18, 2022, 2:08 PM IST

রানাঘাট(নদিয়া), 18 সেপ্টেম্বর: সামনেই দুর্গাপুজো (Durga Puja) ৷ আর তার দিন 15 পরেই শুরু হবে দীপাবলি (Diwali) ৷ সারা দেশে আলো ও বাজির চাহিদা একেবারে তুঙ্গে । হাজার পরিকল্পনা করেও শব্দ বাজির ব্যবহার সম্পূর্ণ রূপে বন্ধ করা যাচ্ছে না । সরকার থেকে বারবার নিষেধাজ্ঞা জারি হলেও গোপনে শব্দবাজির (Firecrackers) ব্যবহার ও পাচার হয়ে যাচ্ছে ক্রমাগত । এবার তাহেরপুর থেকে আটক হল বিপুল পরিমাণ শব্দবাজি ।

জানা গিয়েছে, বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দবাজিগ বারাসাত থেকে ট্রাক বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল আসামে । গোপন সূত্রে খবর পায় তাহেরপুর থানার পুলিশ । এরপরেই অভিযান চালিয়ে বাদকুল্লা থেকে ওই শব্দবাজি ভর্তি ট্রাকটিকে আটক করে তারা । ট্রাকে তল্লাশি চালিয়ে দেখা যায় তার মধ্যে রয়েছে 1560 কিলো নিষিদ্ধ শব্দবাজি (Taherpur police seized large amount of banned firecrackers) । এই ঘটনায় গ্রেফতার করা হয় গাড়ির চালককে । পাশাপাশি পুলিশ তদন্ত শুরু করেছে এই ঘটনায় আর কারা জড়িত রয়েছে ।

বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি আটক তাহেরপুর থানার পুলিশের

প্রসঙ্গত, বিভিন্ন উৎসব ও পুজো-পার্বনে বৈদ্যুতিক আলো প্রদীপের পাশাপাশি বিপুল পরিমাণে বাজি ফাটানো হয় । এর ফলে শব্দ দূষণের পাশাপাশি ক্ষতি হয় পরিবেশের । লাগামহীন শব্দবাজি ফাটানোর ফলে রাস্তার পশু-পাখি থেকে শুরু করে হার্টের রোগীর মারাত্মকভাবে ক্ষতির সম্ভাবনা দেখা যায় । সেই কারণে সরকার থেকে নিষিদ্ধ করা হয়েছে এই সমস্ত শব্দবাজি ।

আরও পড়ুন:মাটি খুঁড়ে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা ! নিষ্ক্রিয় করল নিরাপত্তা বাহিনী

তবু একশ্রেণির মানুষ গোপনে এই শব্দবাজি বানানো এবং তার ব্যবহার করে আসছে ক্রমাগত । যদিও প্রশাসন তৎপরতার সঙ্গে পুজোর আগে বিভিন্ন বাজির দোকানে অভিযান চালিয়ে একাধিক নিষিদ্ধ বাজি আটক করেন । তবুও রোখা যাচ্ছে না নিষিদ্ধ শব্দ বাজির ব্যবহার ।

ABOUT THE AUTHOR

...view details