রানাঘাট(নদিয়া), 18 সেপ্টেম্বর: সামনেই দুর্গাপুজো (Durga Puja) ৷ আর তার দিন 15 পরেই শুরু হবে দীপাবলি (Diwali) ৷ সারা দেশে আলো ও বাজির চাহিদা একেবারে তুঙ্গে । হাজার পরিকল্পনা করেও শব্দ বাজির ব্যবহার সম্পূর্ণ রূপে বন্ধ করা যাচ্ছে না । সরকার থেকে বারবার নিষেধাজ্ঞা জারি হলেও গোপনে শব্দবাজির (Firecrackers) ব্যবহার ও পাচার হয়ে যাচ্ছে ক্রমাগত । এবার তাহেরপুর থেকে আটক হল বিপুল পরিমাণ শব্দবাজি ।
জানা গিয়েছে, বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দবাজিগ বারাসাত থেকে ট্রাক বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল আসামে । গোপন সূত্রে খবর পায় তাহেরপুর থানার পুলিশ । এরপরেই অভিযান চালিয়ে বাদকুল্লা থেকে ওই শব্দবাজি ভর্তি ট্রাকটিকে আটক করে তারা । ট্রাকে তল্লাশি চালিয়ে দেখা যায় তার মধ্যে রয়েছে 1560 কিলো নিষিদ্ধ শব্দবাজি (Taherpur police seized large amount of banned firecrackers) । এই ঘটনায় গ্রেফতার করা হয় গাড়ির চালককে । পাশাপাশি পুলিশ তদন্ত শুরু করেছে এই ঘটনায় আর কারা জড়িত রয়েছে ।