কোতোয়ালি, 18 জুন : আতঙ্কবাদী কায়দায় লেখা দুই পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ৷ ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার কোর্ট মোড় এলাকায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ পোস্টার দুটি থানায় নিয়ে যায় ।
বৃহস্পতিবার রাতে কৃষ্ণনগর কোর্ট মোড়ের কাছে স্থানীয় তৃণমূল এসসি সেলের সভাপতি ধ্রুবজ্যোতি দাস দেখেন একটি পোস্টার ঝুলছে । কাছে যেতেই তাঁর নজরে আসে বিভিন্ন ধরনের সাংকেতিক ভাষায় পোস্টারটিতে লেখা রয়েছে ৷
কৃষ্ণনগর কোর্ট মোড়ের কাছে এই সাংকেতিক পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ধ্রুবজ্যোতি বাবু এদিন বলেন, "তৃণমূল-কংগ্রেসের জাগো বাংলা পত্রিকা লাগানোর জায়গায় একটি পোস্টার দেখতে পাই ৷ হিন্দি এবং ইংরাজিতে পোস্টারটিতে লেখা ছিল আতঙ্কবাদী, বিএসএফ, ডক্টর জাদুকর ইত্যাদি । মূলত এই সাংকেতিক বিষয়গুলি দেখে সন্দেহ হওয়ায় থানায় খবর দিই ৷"
কৃষ্ণনগরে পাওয়া গেল সাংকেতিক পোস্টার আরও পড়ুন :ধনকড়কে সরাতে 3 বার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার
এরপরে গোটা বিষয়টি জানাজানি হতেই এলাকায় ভিড় জমান স্থানীয় বাসিন্দারা । পুলিশ এসে লেখা পোস্টারটি থানায় নিয়ে যায় । এর পাশাপাশি কী কারণে, কোন উদ্দেশ্যে এই পোস্টারটি দেওয়া হয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ ।