রানাঘাট, 23 ডিসেম্বর: ছোট চোর আপনারা ধরুন, বড় চোর আমরা ধরব । নদিয়ার (Nadia News) রানাঘাটের জনসভায় শাসকদলকে একহাত নিয়ে জনতার উদ্দেশে এ কথা বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Taunts Abhishek)৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তীব্র আক্রমণ করে তিনি বলেন, "গত 17 তারিখ রানাঘাটে একজন এসে বলে আমি কিছুই খাই না ৷ তিনি কী খান জানেন ? কয়লা খান, বালি খান, গরু খান, আর মদের বোতল থেকে পাঁচ টাকা করে খান । এরপরেও বলেন আমি কিছু খাই না ।"
সামনেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন ৷ একদিকে যেমন পঞ্চায়েতকে দখলে ধরে রাখতে মরিয়া রাজ্যের শাসকদল, অন্যদিকে এক ইঞ্চিও জায়গা ছাড়তে নারাজ বিজেপি । পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল ও বিজেপির হেভিওয়েট নেতারা একের পর এক অগ্নিবাণ ছুড়তে ব্যস্ত । আজ নদিয়ার রানাঘাটের ফ্রেন্ডস ক্লাবের মাঠে এক জনসভার আয়োজন করে বিজেপি । এই জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।