পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্য পুলিশের কাজ দড়ি দিয়ে মমতা ও অভিষেককে পাহারা দেওয়া ; শুভেন্দু - মমতাকে কটাক্ষ শুভেন্দুর

Suvendu Slams WB Police: বিজেপি কর্মীকে খুনের চেষ্টায় রাজ্য পুলিশকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ মমতা ও অভিষেকের পাহারাদার বলে রাজ্য পুলিশের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি ৷

Etv Bharat
শুভেন্দু অধিকারী

By ETV Bharat Bangla Team

Published : Dec 2, 2023, 2:08 PM IST

কল্যাণী, 2 ডিসেম্বর: "এ রাজ্যের পুলিশকে লিটিল বাহিনীতে পরিণত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ভাইপো অভিষেক । পুলিশের কাজ শুধু দড়ি দিয়ে মমতা এবং অভিষেককে পাহারা দেওয়া আর টাকা তোলা ।" শুক্রবার দুপুরে কল্যাণীতে বিজেপি কর্মীকে খুনের চেষ্টা করা হয় ৷ রাতে তাঁকে দেখতে এসেই রাজ্য পুলিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে মিহির বিশ্বাস নামে এক বিজেপি কর্মীকে কল্যাণী থানার উত্তর চাঁদমারি এলাকার একটি সেলুনে ঢুকে আচমকা ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে এলাকারই দুই যুবক ৷ আরমান শেখ এবং আরবাজ শেখ । এরপর রক্তাক্ত অবস্থায় মিহিরকে উদ্ধার করে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে ভর্তি করা হয় । আশঙ্কাজনক অবস্থায় সেখানেই চিকিৎসা চলছে তাঁর । এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ।

এরপর গতকাল রাতেই ঘটনার কথা জানতে পেরে হাসপাতালে আক্রান্ত ওই বিজেপি কর্মীকে দেখতে আসেন শুভেন্দু অধিকারী । সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকার এবং পুলিশকে আক্রমণ করে তিনি বলেন,"যে রাজ্যে পুলিশ লিটিল বাহিনীতে পরিণত হয় সে রাজ্যে দুষ্কৃতী সংখ্যা এভাবেই বেড়ে চলবে । পুলিশকে কাজ না করতে দিলে যে ঘটনা ঘটার কথা সেটাই হয়েছে । পুলিশ এখন শুধুমাত্র দড়ি ধরে মমতা এবং অভিষেককে নিরাপত্তা দিতেই ব্যস্ত । গ্রাম পঞ্চায়েত ও জেলা পরিষদ স্তরের নির্বাচন হলে ভোট লুট করে কীভাবে তৃণমূলকে জেতানো যাবে সেই কাজ করানো হয় পুলিশকে দিয়ে ।"

জানা গিয়েছে, সম্পর্কে দুই ভাই অভিযুক্ত আরমান এবং আরবাজ ওই এলাকার তৃণমূলের সংখ্যালঘু সেলের দায়িত্বে রয়েছে । তাই এই ঘটনা এলাকার তৃণমূল নেতৃত্বের মস্তিষ্কপ্রসূত বলেই মনে করছে বিজেপি নেতৃত্ব ৷

ABOUT THE AUTHOR

...view details