কৃষ্ণনগর, 22 ফেব্রুয়ারি : আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনিশ খানকে খুন করা হয়েছে বলে অভিযোগ (Anish Khan Murder Case) ৷ ঘটনার পর বেশ কয়েকদিন কেটে গেলেও এখনও অভিযুক্তরা অধরা । যত সময় যাচ্ছে তত সুর চড়াচ্ছে সিপিএম, কংগ্রেস-সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো । এবার তাতে যোগ দিল বিজেপিও ৷ আগেই দিলীপ ঘোষ নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছিলেন ৷ এবার সরাসরি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য, ‘‘তৃণমূলের গুন্ডা আর পুলিশ, দুইয়ে মিলে আনিশকে খুন করেছে ।’’
নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আনিশ খান হত্য়াকাণ্ডে সিট গঠন করা হচ্ছে (Mamata Banerjee Announces to form SIT to investigate Anish Khan Murder Case) । এমনকি হাওড়া গ্রামীণ পুলিশের শীর্ষ আধিকারিকরা আনিশের বাড়ি গিয়ে তাঁর পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেন । তা নিয়েও শুভেন্দুর কটাক্ষের মুখে পড়লেন তৃণমূল সুপ্রিমো ৷