ধুবুলিয়া (নদীয়া), 25 জুন : এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) নিয়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) বিরুদ্ধে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal Opposition Leader Suvendu Adhikari) ৷ তাঁর অভিযোগ, এসএসসি নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত মুখ্যমন্ত্রী ৷ সেই কারণে নিয়োগ সংক্রান্ত ডেটাবেস আদালতে দিতে ভয় পাচ্ছে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) ৷
শনিবার নদীয়ার ধুবুলিয়া বিজেপির একটি কর্মসূচিতে যোগদেন শুভেন্দু অধিকারী ৷ মোদি সরকারের (Modi Government) অষ্টম বর্ষপূর্তি ও বিজেপি কর্মীদের উপর আক্রমণ এবং মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগে ওই সভার আয়োজন করা হয়েছিল ৷ সভার মঞ্চ থেকে মোদি সরকারের নানা ইতিবাচক কাজের খতিয়ান তুলে ধরেন নন্দীগ্রামের (Nandigram) বিধায়ক ৷ পাশাপাশি বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি-সহ একাধিক ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে তিনি তোপ দাগেন ৷