রানাঘাট, 26 অক্টোবর: বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডির অভিযান নিয়ে বিজেপির সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তা নিয়ে পালটা মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর কটাক্ষ, জ্যোতিপ্রিয় মল্লিকের মতো চোরকে বাঁচাতে সাংবাদিক সম্মেলন করেছেন মুখ্যমন্ত্রী ।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল থেকে রেশন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের একাধিক বাড়ি, তাঁর আপ্ত সহায়কের বাড়ি-সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ৷ এ দিন দুপুরে কালীঘাটের বাড়িতে করা সাংবাদিক বৈঠক থেকে এই নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী ৷ কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিজেপি রাজ্যের মন্ত্রীদের হেনস্তা করছে বলেও অভিযোগ করেছেন মমতা ৷
এ দিন বিকেলে নদিয়ার রানাঘাট থেকে মুখ্যমন্ত্রীর অভিযোগের পালটা জবাব দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, ‘‘2012 সাল থেকেই খাদ্য দফতরে ব্যাপক দুর্নীতি চলছে । নদিয়া, উত্তর 24 পরগনায় এমন কোনও রাইস মিল নেই, যেখানে দুর্নীতি হয়নি । আর এর পিছনে অনেক বড় বড় দুর্নীতিবাজ রয়েছে । অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিকের মতো চোরকে বাঁচাতে মুখ্যমন্ত্রী নিজেই উদয় হয়েছেন । উনি ইডির বিরুদ্ধে বড় বড় কথা বলছেন । আইন আদালত খোলা রয়েছে প্রয়োজনে আদালতে যান মমতা বন্দ্যোপাধ্যায় ।’’
শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, ‘‘নোটবন্দির সময় জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রীর অ্য়াকাউন্ট থেকে চার কোটি টাকা পাল্টানো হয় । এগুলো কার টাকা মুখ্যমন্ত্রী কি জানতেন না ? এইসব বিষয় নিয়ে ইডি এবং সিবিআইকে আরও আগে থেকেই তদন্ত নেওয়া উচিত ছিল ।’’