পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Adhikari:মমতার শহিদ দিবস পালনের অধিকার নেই বলে তোপ দাগলেন শুভেন্দু - Suvendu Adhikari slams Mamata Banerjee

এদিন নদিয়ার কৃষ্ণনগরে বিজেপি-র ডাকা একটি বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) ।

Suvendu Adhikari slams Mamata Banerjee
Suvendu Adhikari

By

Published : Jul 11, 2022, 10:32 PM IST

কৃষ্ণনগর, 11 জুলাই: শহিদ দিবস পালন করার অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই ৷ ওটা শহিদ দিবস নয়, যারা বাংলা থেকে বিজেপিকে ভোট দিয়েছিলেন তাদের বিরুদ্ধে জিহাদি দিবস । এদিন নদিয়ার কৃষ্ণনগরে বিজেপির ডাকা একটি বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এভাবেই আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) ।

কৃষ্ণনগরে বিজেপির ডাকা বিক্ষোভ মিছিল

মূলত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র কালী(Mahua Moitra Kaali Remark) নিয়ে যে মন্তব্য করেছেন, তার পরিপ্রেক্ষিতেই কৃষ্ণনগর উত্তর সাংগঠনিক বিজেপির পক্ষ থেকে একটি বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের ডাক দেওয়া হয় । সেখানেই উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী-সহ রানাঘাট কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার এবং অন্যান্য বিজেপি বিধায়করা ।

শহিদ দিবস পালন করার অধিকার মমতার নেই বলে তোপ দাগলেন শুভেন্দু

আরও পড়ুন:'জেহাদ' মন্তব্য প্রত্যাহার করতে হবে মুখ্যমন্ত্রীকে, মামলা রুজু আইনজীবীর

সাংবাদিকদের মুখোমুখি হয়ে একুশে জুলাই শহিদ দিবস উপলক্ষে শুভেন্দু বলেন, "এই শহিদ দিবস পালন করার অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই । এটি মূলত কংগ্রেসদের । আর এই একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় কোন শহিদ দিবস পালন করছেন না । বাংলা জুড়ে কয়েক কোটি মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন তাদের বিরুদ্ধেই জেহাদি দিবস পালন করছেন মুখ্যমন্ত্রী ।" পাশাপাশি তিনি মহুয়া মৈত্রের মন্তব্যের সম্পর্কে বলেন, "দেশ জুড়ে হাজার হাজার এফআইআর হয়েছে বিভিন্ন থানায় । দশ দিন সময় দিলাম তার মধ্যে যদি কোনও পদক্ষেপ না-হয় আমরা হাইকোর্টে যাব মহুয়া মৈত্রের বিরুদ্ধে ।"(Suvendu Adhikari slams Mamata Banerjee for 21 July TMC Rally)

ABOUT THE AUTHOR

...view details