শান্তিপুর, 22 অক্টোবর :সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ ইটিভি ভারতের প্রতিনিধির প্রশ্নের মুখে তাঁকে "চটি চাটা চ্যানেল" বলে কটাক্ষ করলেন তিনি ৷ যদিও পরে শুভেন্দু দাবি করেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে ৷ ঘটনার নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস ৷
আরও পড়ুন :BJP Protest : বাংলাদেশের ঘটনার প্রতিবাদে আসানসোলে শুভেন্দুর মশাল মিছিল
শুক্রবার নদিয়ার শান্তিপুরে একটি কর্মিসভা করেন শুভেন্দু ৷ সেখানে দলীয় কর্মী ও সমর্থকদের বসার যথেষ্ট বন্দোবস্ত থাকলেও বেশিরভাগ আসনই ছিল ফাঁকা ৷ কর্মসূচি শেষ হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি বিধায়ক ৷ সেই সময়েই ইটিভি ভারতের প্রতিনিধি তাঁর কাছে জানতে চান, আগে বিজেপির সভায় এত ভিড় হত ৷ তাহলে এদিন কেন সভা ভরল না ? সাংবাদিকদের এই প্রশ্ন শুনেই চটে যান শুভেন্দু ৷ আমাদের প্রতিনিধির কাছে জানতে চান, তিনি কোন চ্যানেলের লোক ? প্রতিনিধির মুখে ‘ইটিভি’ শুনেই তাঁকে "চটি চাটা চ্যানেল’’ বলে কটাক্ষ করেন রাজ্যে বিরোধী দলনেতা ৷ স্পষ্ট জানান, কোভিডবিধি অনুযায়ী, এক হাজারের বেশি লোক নিয়ে সভা করা যায় না ৷ কিন্তু, তাঁর সভায় এক হাজারের বেশিই জনসমাগম হয়েছিল ৷