হাঁসখালি, 22 ডিসেম্বর : "সৌরভ দাসের নেতৃত্বে নির্বাচন কমিশন ভোট করায়নি ৷ ভোট করিয়েছে দক্ষিণ 24 পরগনার জেলাশাসক পি. উলগানাথনের নেতৃত্বে সেই জেলার আইসি তথা ভাইপোর দল ৷" নদিয়ার হাঁসখালিতে (hanskhali news) একটি দলীয় কর্মসূচিতে এসে এভাবেই নাম না-করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হলেন রাজ্যর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Criticizes Abhishek) ৷ বুধবার হাঁসখালি বিডিও অফিস সংলগ্ন এলাকায় কৃষকদের জন্য একাধিক দাবি নিয়ে একটি ডেপুটেশন কর্মসূচির ডাক দেয় ভারতীয় জনতা পার্টি ৷ সেখানে যোগদান করে রাজ্যের বিরোধী দলনেতা একাধিক ইস্যু নিয়ে শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন ৷
কলকাতা পৌর নির্বাচন নিয়ে প্রথমে কথা বলতে রাজি না হলেও পরে তিনি বলেন, "যে ভোটে ইভিএম মেশিনে ভিভিপ্যাট থাকে না, যে ভোটে সিসি ক্যামেরার তার কেটে দেওয়া হয় তাকে আমি ভোট বলে মানি না ৷ ভোটে কী হবে, কে কত ভোট পাবে তা ঠিক করেছে দক্ষিণ 24 পরগনার জেলাশাসক ও ভাইপো ৷ তাই ভোট প্রসঙ্গে কিছু জিজ্ঞাসা করার থাকলে এই দু'জনকেই জিজ্ঞাসা করুন ।"