পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Criticizes Abhishek : ভাইপো আর দক্ষিণ 24 পরগনার জেলাশাসক মিলে ভোট করিয়েছে, নাম না করে অভিষেককে তোপ শুভেন্দুর - Suvendu Criticizes Abhishek

নদিয়ার হাঁসখালিতে দলীয় কর্মসূচিতে এসে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Criticizes Abhishek) ৷

suvendu on abhishek
পৌর নির্বাচন প্রসঙ্গে অভিষেকের বিরুদ্ধে তোপ দাগলেন শুভেন্দু

By

Published : Dec 22, 2021, 9:39 PM IST

হাঁসখালি, 22 ডিসেম্বর : "সৌরভ দাসের নেতৃত্বে নির্বাচন কমিশন ভোট করায়নি ৷ ভোট করিয়েছে দক্ষিণ 24 পরগনার জেলাশাসক পি. উলগানাথনের নেতৃত্বে সেই জেলার আইসি তথা ভাইপোর দল ৷" নদিয়ার হাঁসখালিতে (hanskhali news) একটি দলীয় কর্মসূচিতে এসে এভাবেই নাম না-করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হলেন রাজ্যর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Criticizes Abhishek) ৷ বুধবার হাঁসখালি বিডিও অফিস সংলগ্ন এলাকায় কৃষকদের জন্য একাধিক দাবি নিয়ে একটি ডেপুটেশন কর্মসূচির ডাক দেয় ভারতীয় জনতা পার্টি ৷ সেখানে যোগদান করে রাজ্যের বিরোধী দলনেতা একাধিক ইস্যু নিয়ে শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন ৷

কলকাতা পৌর নির্বাচন নিয়ে প্রথমে কথা বলতে রাজি না হলেও পরে তিনি বলেন, "যে ভোটে ইভিএম মেশিনে ভিভিপ্যাট থাকে না, যে ভোটে সিসি ক্যামেরার তার কেটে দেওয়া হয় তাকে আমি ভোট বলে মানি না ৷ ভোটে কী হবে, কে কত ভোট পাবে তা ঠিক করেছে দক্ষিণ 24 পরগনার জেলাশাসক ও ভাইপো ৷ তাই ভোট প্রসঙ্গে কিছু জিজ্ঞাসা করার থাকলে এই দু'জনকেই জিজ্ঞাসা করুন ।"

পৌর নির্বাচন প্রসঙ্গে অভিষেকের বিরুদ্ধে তোপ দাগলেন শুভেন্দু

মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে চাকরির সংখ্যা বৃদ্ধির বিষয়ে শুভেন্দুবাবু বলেন, "2011 সালে ক্ষমতায় আসার পর 40টা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তুলে দিয়েছেন ৷ তাহলে কী করে চাকরি হবে ৷ আগে বেকারের সংখ্যা ছিল 80 লাখ ৷ এখন সেটা দাঁড়িয়েছে 2 কোটিতে ৷"

আরও পড়ুন :Suvendu Adhikari in Kotulpur : বাঁকুড়ায় আত্মঘাতী চাষির বাড়ি যাওয়ার পথে শুভেন্দুকে বাধা পুলিশের

ABOUT THE AUTHOR

...view details