শান্তিপুর, 9 নভেম্বর:বুধবার নদিয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee )বলেন, আমি বেঁচে থাকতে সিএএ হতে দেব না। আমার রাজ্যে সকলেই নাগরিক। বিজেপি মানুষকে ভুল বুঝিয়ে ভোট রাজনীতি করে । এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীকে পালটা আক্রমণ করেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
এদিন তিনি শান্তিপুরের রাস উৎসব দর্শন করতে আসেন। দলীয় কর্মীদের (BJP Workers) সঙ্গে নিয়ে একাধিক পুজো মণ্ডপ ঘুরে দেখেন তিনি। এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই বাংলাকে ভারতবর্ষের বাইরে নিয়ে যেতে চাইছেন।" পাশাপাশি তিনি অনুব্রত প্রসঙ্গে নাম না-করে বলেন, "মুখ্যমন্ত্রীর আদরের ভাই যাঁর মাথায় অক্সিজেন কম ঢোকে তাঁর মেয়ে চারবার লটারিতে কোটি টাকা জিতেছেন।" এর পাশাপাশি তিনি বলেন, তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে তা ফেভিকুইক দিয়েও জোড়া যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায় তো দূরের কথা ৷"