নবদ্বীপ, 29 জুন:বৃহস্পতিবার নবদ্বীপের নির্বাচনী প্রচার থেকে রাজ্যের শাসকদল ও কমিশনকে একহাত নিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ এদিন তিনি বলেন, "যদি তৃণমূল কংগ্রেস ভাবে রক্তের হোলি খেলবে তাহলে বিজেপিকেও সেই খেলায় নামতে হবে । তখন যেন আমাদের কেউ দোষ না-দেয় যে বিজেপি আইন-শৃঙ্খলা মেনে চলছে না। কমিশন ব্যবস্থা না-নিলে বিজেপি বাধ্য হবে ব্যবস্থা নিতে ৷" নদিয়ার নবদ্বীপে একটি নির্বাচনী মিছিলে এসে এভাবেই তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন রাজ্য বিজেপির সভাপতি ৷
এদিন নবদ্বীপ শ্যামপুর বাজার থেকে রাওতারা পর্যন্ত প্রায় 12 কিলোমিটার দলীয় প্রার্থীদের সমর্থনে মিছিল করেন সুকান্ত মজুমদার । উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের পরেই রাজ্যজুড়ে প্রতিটি রাজনৈতিক দল প্রচারে নেমে পড়েছে । পাশাপাশি বিভিন্ন জায়গায় মনোনয়নপত্র জমা দেওয়া থেকে শুরু করে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ উঠে আসছে । কোথাও বিরোধীদের মনোনয়নপত্র জমা দিতে না দেওয়া । আবার কোথাও বিরোধী প্রার্থীদের মারধর এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠছে শাসকদলের বিরুদ্ধে ।
বুধবার মেদিনীপুরের সবংয়ে বিজেপির বুথ সভাপতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। সেই প্রসঙ্গ টেনে সুকান্ত মজুমদার বলেন, "রাজ্যজুড়ে শাসকদল রক্তের হোলি খেলছে । আর তারা যদি এই খেলা বন্ধ না করে তাহলে বিজেপিও বাধ্য হয়ে এই খেলায় নামবে । তখন যেন প্রশাসন বা কমিশন বিজেপিকে কিছু না বলতে আসে ।" কোচবিহার প্রসঙ্গে তাঁর বক্তব্য, সীমান্ত এলাকাজুড়ে যত তৃণমূলের নেতা রয়েছেন সবাই চোরাচালানের সঙ্গে যুক্ত । তাঁরা চায় জোর করে পঞ্চায়েত দখল করার । কারণ নিয়ম অনুসারে জন প্রতিনিধিদের কথা কিছুটা হলেও বিএসএফকে শুনতে হয় । আর এর মাথায় রয়েছে উদয়ন গুহ । যতদিন পর্যন্ত এই গুণ্ডা তৃণমূলে থাকবে ততদিন এই চোরা কারবার এবং সংঘর্ষ চলবে ।