পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suicide Threat in Krishnanagar : বকেয়া বেতন, গলায় দড়ি লাগিয়ে আত্মহত্যার হুমকি হাসপাতালের নিরাপত্তরক্ষীদের - Suicide Threat for Pending Salary

8 মাস ধরে বেতন বকেয়া কৃষ্ণনগর সদর হাসপাতালের নিরাপত্তারক্ষীদের (Suicide Threat for Pending Salary) ৷ দীর্ঘদিন ধরে বেতন মেটামোর আবেদন করেও সাড়া না পাওয়ায় এবার গলা দড়ি লাগিয়ে আত্মহত্যার হুমকি নিরাপত্তারক্ষীদের (Suicide Threat by Security Guards of Krishnanagar Hospital) ৷ হাসপাতাল সুপারের ঘরের সামনে সপরিবার অবস্থান বিক্ষোভ শুরু করেছেন তাঁরা ৷

Suicide Threat by Security Guards of Krishnanagar Hospitl for Pending Salary
Suicide Threat by Security Guards of Krishnanagar Hospitl for Pending Salary

By

Published : Jan 10, 2022, 3:35 PM IST

কৃষ্ণনগর, 10 জানুয়ারি : গলা দড়ি পরে আত্মহত্যার হুমকি কৃষ্ণনগর সদর হাসপাতালের নিরাপত্তারক্ষীদের (Suicide Threat by Security Guards of Krishnanagar Hospital) ৷ সুপারের ঘরে ঢুকে বিক্ষোভও দেখালেন তাঁরা ৷ অভিযোগ গত 8 মাস ধরে বিনা পারিশ্রমিকে কাজ করছেন তাঁরা ৷ বারবার হাসপাতাল সুপারের কাছে বেতনের কথা বলা হলে, তিনি কেবল আশ্বাস দিয়ে গিয়েছেন ৷ এবার আট মাসের বকেয়া বেতনের দাবিতে গলা দড়ি পরে সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করলেন নিরাপত্তারক্ষীরা (Suicide Threat for Pending Salary) ৷

নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতাল এবং কৃষ্ণনগর সদর হাসপাতালে করোনা আবহের মধ্যে দীর্ঘ 8 মাস ধরে নিরাপত্তারক্ষীর কাজ করছেন বহু মানুষ ৷ কিন্তু, এই 8 মাস তাঁদের কোনও বেতন দেওয়া হয়নি বলে অভিযোগ ৷ এমনকি গত একমাস ধরে কেবল আশ্বাসই দিয়ে যাচ্ছেন হাসপাতাল সুপার ৷ তাই এ বার বকেয়া 8 মাসের বেতনের দাবিতে গলা দড়ি পরে সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন নিরাপত্তারক্ষীরা ৷

আরও পড়ুন : বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ, আধিকারিকদের অফিসে ঢুকতে বাধা

যে সংস্থা থেকে নিরাপত্তারক্ষীদের নিয়োগ করা হয়েছে, তাদের বক্তব্য হাসপাতাল কর্তৃপক্ষ সংস্থার বকেয়া মেটাচ্ছে না ৷ ফলে নিরাপত্তারক্ষীদের টাকাও তারা দিতে পারছে না ৷ বিষয়টি নিয়ে কৃষ্ণনগর সদর হাসপাতালের সুপার সোমনাথ ভট্টাচার্য জানিয়েছেন, তিনি নিরাপত্তারক্ষীদের বেতনের বিষয়টি নিয়ে স্বাস্থ্য দফতরে চিঠি লিখে জানিয়েছেন ৷ কিন্তু, স্বাস্থ্য দফতর থেকে টাকা না আসায়, তিনিও বকেয়া টাকা মঞ্জুর করতে পারছেন না ৷ এ নিয়ে জেলাশাসক এবং জেলা স্বাস্থ্য দফতরের দ্বারস্থও হয়েছেন নিরাপত্তরক্ষীরা ৷ কিন্তু, সেখান থেকেও কোনও জবাব পাওয়া যায়নি ৷ যার পর আজ আত্মহত্যার হুমকি দিয়ে পরিবার নিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন তাঁরা ৷

ABOUT THE AUTHOR

...view details