কৃষ্ণনগর, 10 জানুয়ারি : গলা দড়ি পরে আত্মহত্যার হুমকি কৃষ্ণনগর সদর হাসপাতালের নিরাপত্তারক্ষীদের (Suicide Threat by Security Guards of Krishnanagar Hospital) ৷ সুপারের ঘরে ঢুকে বিক্ষোভও দেখালেন তাঁরা ৷ অভিযোগ গত 8 মাস ধরে বিনা পারিশ্রমিকে কাজ করছেন তাঁরা ৷ বারবার হাসপাতাল সুপারের কাছে বেতনের কথা বলা হলে, তিনি কেবল আশ্বাস দিয়ে গিয়েছেন ৷ এবার আট মাসের বকেয়া বেতনের দাবিতে গলা দড়ি পরে সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করলেন নিরাপত্তারক্ষীরা (Suicide Threat for Pending Salary) ৷
নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতাল এবং কৃষ্ণনগর সদর হাসপাতালে করোনা আবহের মধ্যে দীর্ঘ 8 মাস ধরে নিরাপত্তারক্ষীর কাজ করছেন বহু মানুষ ৷ কিন্তু, এই 8 মাস তাঁদের কোনও বেতন দেওয়া হয়নি বলে অভিযোগ ৷ এমনকি গত একমাস ধরে কেবল আশ্বাসই দিয়ে যাচ্ছেন হাসপাতাল সুপার ৷ তাই এ বার বকেয়া 8 মাসের বেতনের দাবিতে গলা দড়ি পরে সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন নিরাপত্তারক্ষীরা ৷