পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

10 কেজির টিউমারের সফল অস্ত্রোপচার JNM হাসপাতালে - কল্যাণী

প্রায় 10 কিলো ওজনের টিউমার অস্ত্রোপচার করে নজির গড়ল কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতাল ৷

কল্যাণী হাসপাতাল

By

Published : Aug 31, 2019, 11:11 AM IST

Updated : Aug 31, 2019, 12:38 PM IST

কল্যাণী, 31 অগাস্ট : প্রায় 10 কিলো ওজনের টিউমার অস্ত্রোপচার করে নজির গড়ল কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতাল ৷ মণিদীপ পালের নেতৃত্বে পাঁচ চিকিৎসকের একটি দল সফলভাবে অস্ত্রোপচার করেন ৷

হাসপাতাল সূত্রের খবর, শারীরিক অসুস্থতা নিয়ে হুগলির চুঁচুডা় থেকে সোমা চক্রবর্তী (47) 16 জুলাই JNM হাসপাতালে ভরতি হন ৷ তবে সোমার শরীরে রক্তাল্পতার জন্য অস্ত্রোপচার করা যায়নি ৷ তাঁকে রক্ত দেওয়ার অস্ত্রোপচার শুরু করেন চিকিৎসকরা ৷ পাঁচ চিকিৎসকের দল টানা দু'ঘণ্টার প্রচেষ্টায় সোমার জরায়ু থেকে টিউমারটি বের করতে সফল হন ৷

আরও পড়ুন : উদয়নারায়ণপুর স্টেট জেনেরাল হাসপাতালে আগুন, পরে নিয়ন্ত্রণে

চিকিৎসক মণিদীপ পাল বলেন, "শারীরিক পরীক্ষার পর ওঁর পেটে একটা টিউমার দেখতে পেয়েই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয় ৷ কিন্তু অস্ত্রোপচার করতে গিয়ে দেখা যায় টিউমারটি জরায়ুতে হয়েছে ৷ সেটি পরে বড় হয়ে যায় ৷ যদিও টিউমার নিয়ে রোগীর কোনও সমস্যা ছিল না ৷ উনি স্বাভাবিক সুস্থ জীবনযাপনই করছিলেন ৷ " বর্তমানে সুস্থ রয়েছেন সোমা চক্রবর্তী ৷
Last Updated : Aug 31, 2019, 12:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details