শান্তিপুর, 12 সেপ্টেম্বর: বেশ কয়েকদিন ধরেই পেটের যন্ত্রণায় ভুগছিলেন নদিয়ার শান্তিপুরের রাজপুত পাড়ার বাসিন্দা সরস্বতী সরকার ৷ ইউএসজি করানোর পর সামনে আসে পেটে ব্যথার আসল কারণ ৷ জানা যায় তিনি সাড়ে তিন মাসের গর্ভবতী ৷ অথচ যুবতী নিজেও তা বুঝতে পারেননি ৷ না বোঝার আরও একটা বড় কারণ, গর্ভে যেখানে ভ্রূণের বেড়ে ওঠার কথা, সেখানে নয়, বরং পেটের ডানদিকে আংশিক ডিম্বনালীতে সেই ভ্রূণের অস্তিত্ব পাওয়া যায় ৷ যা একজন গর্ভবতী মহিলার কাছে জীবন ঝুঁকির সমান ৷ তড়িঘড়ি সিদ্ধান্ত হয় জটিল এই অস্ত্রোপচার করার ৷ উপযুক্ত পরিকাঠামো না-থাকা সত্ত্বেও সরকারি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে সফলভাবেই সম্পন্ন হল এই অস্ত্রোপচার ৷ নতুন জীবন ফিরে পেয়ে খুশি সরস্বতীও ৷
স্ত্রী-রোগ বিশেষজ্ঞ চিকিৎসক পবিত্র ব্যাপারি বলেন, "এই অস্ত্রোপচারকে জটিল বলার কারণ রয়েছে ৷ প্রথমত রোগীর রক্তের গ্রুপ নেগেটিভ, যা সহজে পাওয়া যায় না ৷ দ্বিতীয়ত, রোগীর পেটে যেখানে ভ্রূণের অস্তিত্ব পাওয়া গিয়েছিল, সেটা ঝুঁকিপূর্ণ জায়গা ৷ তাছাড়া অপারেশনের ক্ষেত্রে সঠিক পরিকাঠামো নেই হাসপাতালে, নেই আইসিইউ, নেই ব্লাড ব্যাংক ৷ তাই একটু হলেও ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায় এই ধরনের অস্ত্রোপচার।"