কৃষ্ণগঞ্জ, 6 মার্চ : চিকিৎসক হওয়া তো দূরের কথা, পরিবারকে দেখতে পাব, সেই আশাটাও ছেড়ে দিয়েছিলাম ৷ মৃত্যু সবসময় কাছ থেকে হাতছানি দিচ্ছিল । ইউক্রেন থেকে বাড়ি ফিরে চোখেমুখে আতঙ্কের ছাপ নিয়ে একথা জানালেন নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার মাজদিয়া এলাকার ষষ্ঠীতলা পাড়ার বাসিন্দা মেডিকেল ছাত্র অরিন্দম বিশ্বাস ( student return home from Ukraine)।
অরিন্দমের বাবা প্রাক্তন সেনা কর্মী ৷ 4 বছর আগে অরিন্দম গিয়েছিলেন ইউক্রেনে ডাক্তারি পড়তে আর তার মধ্যেই ছন্দপতন । ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ কেড়ে নিল তাঁর সব স্বপ্ন । চিকিৎসক হওয়া তো দূরের কথা, প্রাণ হাতে নিয়ে বাড়ি ফিরতে পারবেন কিনা তা নিয়েই শুরু হয়েছিল দুশ্চিন্তা বলে জানান অরিন্দম । কোনওরকমে জীবন হাতে নিয়ে বাড়ি ফেরেন তিনি। চোখেমুখে এখনও আতঙ্কের ছাপ। কানে এখনও শুনতে পাচ্ছেন মিসাইল নিক্ষেপের শব্দ।