শান্তিপুর, 1 ডিসেম্বর : গভীর রাতে মন্দিরের গ্রিল ভেঙে বিগ্রহের গহনা চুরি ৷ শনিবার নদিয়ার শান্তিপুরের ফুলিয়ার বসাক পাড়ার ঘটনা ৷ বসাক পাড়ার স্থানীয় বাসিন্দা ইন্দ্রজিৎ বসাকের বাড়ির কাছেই একটি রাধাগোবিন্দের মন্দির ৷ ওই মন্দিরের রাধাগোবিন্দ বিগ্রহের গা থেকে প্রায় 50 ভরির সোনা ও রূপার গহনা নিয়ে পালিয়েছে চোর ৷ প্রণামী বাক্স থেকে প্রায় দু'লাখ নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে চোর ৷
চুরির ঘটনায় চাঞ্চল্য নদিয়ার ফুলিয়াতে - today's news at Fuliya
ফুলিয়ার বসাক পাড়ায় রাধাগোবিন্দের মন্দির থেকে চুরি প্রায় 50 ভরি সোনা-রূপার গহনা ৷ গহনার সঙ্গে প্রণামী বাক্সের প্রায় দু'লাখ নগদ টাকা নিয়ে চম্পট দেয় চোর ৷ পুলিশ তদন্তে নেমেছে ৷
প্রতিদিনের মত আজ সকালেও ইন্দ্রজিৎ বসাকের মা রাধাগোবিন্দের মন্দিরে পুজো দিতে যান ৷ সেখানে গিয়ে দেখেন মন্দিরের গ্রিল ভাঙা এবং দরজা খোলা অবস্থায় রয়েছে ৷ তিনি ভিতরে প্রবেশ করেই দেখতে পান রাধাগোবিন্দের গা থেকে খোয়া গেছে সব গহনা ৷ এর পাশাপাশি মন্দিরের প্রণামী বাক্স থেকে নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরেরা ৷ খবর ছড়িয়ে পড়তেই বসাক পাড়ায় চাঞ্চল্য ছড়ায় ৷ ইন্দ্রজিৎ বসাক খবর দেন শান্তিপুর থানায় ৷ পুলিশ তদন্তে নেমেছে ৷
স্থানীয়দের অভিযোগ, 3-4 মাস ধরে এই এলাকায় একের পর এক মন্দিরে চুরির ঘটনা ঘটছে ৷ কিন্তু আজও অধরা দুষ্কৃতী ৷ পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন ৷