পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suspected Maoist Leader Arrest : মাও যোগ সন্দেহে গ্রেফতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী - জয়িতা দাস

যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের প্রাক্তন ছাত্রী জয়িতা দাস কোথায় যাচ্ছেন, কী করছেন, সে সব খবর রাখছিল পুলিশ । গতকাল তাঁকে মাওবাদী যোগ সন্দেহে গ্রেফতার করে বিশেষ পুলিশ বাহিনী (Suspected Maoist Leader Arrest) ৷

Former JU student Joyeeta Das arrested
মাওবাদী সন্দেহে গ্রেফতার জয়িতা দাস

By

Published : Mar 31, 2022, 9:04 AM IST

কলকাতা, 31 মার্চ : মাওবাদী সন্দেহে গ্রেফতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী জয়িতা দাস ৷ বুধবার নদিয়ার কল্যাণী থানার জাগুলিয়া থেকে তাঁকে গ্রেফতার করে স্পেশ্যাল টাস্ক ফোর্স বা এসটিএফ ৷ এর আগে 2013 সালে ছাত্রী থাকাকালীন প্রথমবার গ্রেফতার হয়েছিলেন তিনি ৷ এরপর জামিনে ছাড়া পান (STF arrests suspected maoist leader Joyeeta Das in Nadia) ৷ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে জয়িতা দাসের গতিবিধির উপর নজর রাখছিল এসটিএফ ৷

7-8 বছর পরে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স-এর জালে ধরা পড়লেন মাওবাদী নেত্রী জয়িতা দাস ৷ তিনি যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের প্রাক্তন ছাত্রী । বুধবার নদিয়ার জাগুলিয়া থেকে গ্রেফতার করা হয় তাঁকে । জাগুলিয়ায় বাড়ি ভাড়া করে থাকছিলেন তিনি ৷ পুলিশের দাবি, মাওবাদী যোগাযোগের যথেষ্ট প্রমাণ পাওয়ার পরেই জয়িতাকে ধরা হয়েছে ৷ গতকালই তাঁকে কলকাতায় নিয়ে আসা হয় ৷ ব্যাঙ্কশাল কোর্টে তোলা হলে আদালত 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ৷

আরও পড়ুন : Maoist poster over Anish Khan Death : আনিশ খানের মৃত্যুর বদলা চেয়ে মাওবাদী পোস্টার বারাসতে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জয়িতার কাছ থেকে মাওবাদী সংক্রান্ত লিফলেট, কাগজপত্র পাওয়া গিয়েছে ৷ তাঁর মোবাইলটি বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ মাওবাদীদের রাজ্য কমিটির সদস্য তিনি । এ রাজ্যে মাওবাদী সংগঠন বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জয়িতার । বর্তমানে নদিয়ায় কী ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন তিনি, বা কোনও বিশেষ সংগঠনের কাজ করতে এসেছিলেন কি না ৷ পাশাপাশি সংগঠনের সঙ্গে আর কারা জড়িত, তাঁকে জেরা করে পুলিশ এ সব জানার চেষ্টা করছে ।

ABOUT THE AUTHOR

...view details