হাঁসপুকুরিয়া (নদিয়া), ২৩ ফেব্রুয়ারি : কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় মারা গেছেন ৪০ জন ভারতীয় জওয়ান। শহিদ হয়েছেন পশ্চিমবঙ্গের দু'জন জওয়ান। তাঁদের মধ্যে নদিয়ার হাঁসপুকুরিয়া গ্রামের সুদীপ বিশ্বাস ছিলেন। রাজ্য সরকারের তরফে সুদীপের পরিবারকে গতকাল ৫ লাখ টাকার আর্থিক সাহায্য করা হয়।
শহিদ জওয়ান সুদীপের পরিবারকে ৫ লাখ টাকার চেক রাজ্যের - martyr
কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ হয়েছেন পশ্চিমবঙ্গের দু'জন জওয়ান। রাজ্য সরকারের তরফে সুদীপের পরিবারকে গতকাল ৫ লাখ টাকার আর্থিক সাহায্য করা হয়।
সুদীপ CRPF-র ৯৮ ব্যাটেলিয়নের জওয়ান ছিলেন। রাজ্যের শহিদ জওয়ানদের পরিবারকে সাহায্যে কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো রাজ্য সরকারের পক্ষ থেকে গতকাল নদিয়ার তেহট্টের বাসিন্দা শহিদ সুদীপ বিশ্বাসের পরিবারের হাতে ৫ লাখ টাকার চেক তুলে দিলেন রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। পাশাপাশি সুদীপ বিশ্বাসের পরিবারের এক জন সদস্যকে রাজ্য সরকারের তরফ থেকে চাকরির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
গতকাল সকালে শহিদ সুদীপ বিশ্বাসের বাড়ি যান কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, ক্ষুদ্র কুঠির শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী রত্না কর, জেলা পরিষদ সভাধিপতি রিক্তা কুণ্ডু, জেলা তৃণমূল সভাপতি গৌরীশংকর দত্ত জেলাশাসক সুমিত গুপ্ত সহ একাধিক সরকারি আধিকারিক।